Ajker Patrika

রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৯: ৪২
রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে সুমন রায় (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামপুরার বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত সুমনের সহকর্মী মো. আলম হোসেন জানান, তাঁরা রামপুরার বউবাজারে কুঞ্জলতা কনস্ট্রাকশনে কাজ করেন। সুমন রডমিস্ত্রির কাজ করতেন। থেকে তিনি ভবনের ষষ্ঠ তলার ওপরে ছাদ ঢালাইয়ের জন্য সেন্টারিংয়ের কাজ করছিলেন। সেখান থেকে হঠাৎ দ্বিতীয় তলায় পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই শ্রমিককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃতের গ্রামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত