নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই-আগস্ট আন্দোলনের মামলায় রাজনৈতিক বা স্বার্থসংশ্লিষ্ট কারণে হয়রানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্নজনকে গণহারে সম্পৃক্ত করা এবং গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানায় সংস্থাটি। গণগ্রেপ্তার এবং হয়রানি বন্ধে সরকারের যথাযথ পদক্ষেপ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, গত বছরের ৫ আগস্ট গুলিবর্ষণের ঘটনায় ঢাকার মিরপুর এলাকায় মাহফুজ আলম শ্রাবণ (২১) হত্যার অভিযোগে তাঁর ভাই মোস্তাফিজুর রহমান অভিনেতা ইরেশ যাকের ও পেশাদার সাংবাদিকসহ ৪০৮ জনকে আসামি করে ঢাকার মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়া যথাযথ প্রমাণ দাখিল না করে এরূপ ঢালাওভাবে নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আসামিদের অন্তর্ভুক্ত করে এফআইআর করা হচ্ছে। এভাবে মামলা করা হলে দ্রুত তদন্ত সম্পন্ন এবং প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা দুরূহ হয়ে পড়বে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিগত সরকারের আমলে এ ধরনের প্রক্রিয়া লক্ষ করা গেছে এবং জবাবদিহিহীনতার অভিযোগ উঠেছে। বর্তমান পরিপ্রেক্ষিতে এ প্রক্রিয়া পরিবর্তন হওয়া আবশ্যক।
এ অবস্থায়, এ ধরনের হয়রানিমূলক মামলা করা এবং আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সুষ্ঠু তদন্তের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ব্লাস্ট। সেই সঙ্গে কাউকে হয়রানি না করে নিরপেক্ষ ও যথাযথ প্রমাণ সাপেক্ষে দায়ী ব্যক্তির যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি।
জুলাই-আগস্ট আন্দোলনের মামলায় রাজনৈতিক বা স্বার্থসংশ্লিষ্ট কারণে হয়রানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্নজনকে গণহারে সম্পৃক্ত করা এবং গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানায় সংস্থাটি। গণগ্রেপ্তার এবং হয়রানি বন্ধে সরকারের যথাযথ পদক্ষেপ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, গত বছরের ৫ আগস্ট গুলিবর্ষণের ঘটনায় ঢাকার মিরপুর এলাকায় মাহফুজ আলম শ্রাবণ (২১) হত্যার অভিযোগে তাঁর ভাই মোস্তাফিজুর রহমান অভিনেতা ইরেশ যাকের ও পেশাদার সাংবাদিকসহ ৪০৮ জনকে আসামি করে ঢাকার মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়া যথাযথ প্রমাণ দাখিল না করে এরূপ ঢালাওভাবে নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আসামিদের অন্তর্ভুক্ত করে এফআইআর করা হচ্ছে। এভাবে মামলা করা হলে দ্রুত তদন্ত সম্পন্ন এবং প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা দুরূহ হয়ে পড়বে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিগত সরকারের আমলে এ ধরনের প্রক্রিয়া লক্ষ করা গেছে এবং জবাবদিহিহীনতার অভিযোগ উঠেছে। বর্তমান পরিপ্রেক্ষিতে এ প্রক্রিয়া পরিবর্তন হওয়া আবশ্যক।
এ অবস্থায়, এ ধরনের হয়রানিমূলক মামলা করা এবং আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সুষ্ঠু তদন্তের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ব্লাস্ট। সেই সঙ্গে কাউকে হয়রানি না করে নিরপেক্ষ ও যথাযথ প্রমাণ সাপেক্ষে দায়ী ব্যক্তির যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে