নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই-আগস্ট আন্দোলনের মামলায় রাজনৈতিক বা স্বার্থসংশ্লিষ্ট কারণে হয়রানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্নজনকে গণহারে সম্পৃক্ত করা এবং গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানায় সংস্থাটি। গণগ্রেপ্তার এবং হয়রানি বন্ধে সরকারের যথাযথ পদক্ষেপ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, গত বছরের ৫ আগস্ট গুলিবর্ষণের ঘটনায় ঢাকার মিরপুর এলাকায় মাহফুজ আলম শ্রাবণ (২১) হত্যার অভিযোগে তাঁর ভাই মোস্তাফিজুর রহমান অভিনেতা ইরেশ যাকের ও পেশাদার সাংবাদিকসহ ৪০৮ জনকে আসামি করে ঢাকার মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়া যথাযথ প্রমাণ দাখিল না করে এরূপ ঢালাওভাবে নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আসামিদের অন্তর্ভুক্ত করে এফআইআর করা হচ্ছে। এভাবে মামলা করা হলে দ্রুত তদন্ত সম্পন্ন এবং প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা দুরূহ হয়ে পড়বে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিগত সরকারের আমলে এ ধরনের প্রক্রিয়া লক্ষ করা গেছে এবং জবাবদিহিহীনতার অভিযোগ উঠেছে। বর্তমান পরিপ্রেক্ষিতে এ প্রক্রিয়া পরিবর্তন হওয়া আবশ্যক।
এ অবস্থায়, এ ধরনের হয়রানিমূলক মামলা করা এবং আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সুষ্ঠু তদন্তের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ব্লাস্ট। সেই সঙ্গে কাউকে হয়রানি না করে নিরপেক্ষ ও যথাযথ প্রমাণ সাপেক্ষে দায়ী ব্যক্তির যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি।
জুলাই-আগস্ট আন্দোলনের মামলায় রাজনৈতিক বা স্বার্থসংশ্লিষ্ট কারণে হয়রানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্নজনকে গণহারে সম্পৃক্ত করা এবং গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানায় সংস্থাটি। গণগ্রেপ্তার এবং হয়রানি বন্ধে সরকারের যথাযথ পদক্ষেপ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, গত বছরের ৫ আগস্ট গুলিবর্ষণের ঘটনায় ঢাকার মিরপুর এলাকায় মাহফুজ আলম শ্রাবণ (২১) হত্যার অভিযোগে তাঁর ভাই মোস্তাফিজুর রহমান অভিনেতা ইরেশ যাকের ও পেশাদার সাংবাদিকসহ ৪০৮ জনকে আসামি করে ঢাকার মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়া যথাযথ প্রমাণ দাখিল না করে এরূপ ঢালাওভাবে নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আসামিদের অন্তর্ভুক্ত করে এফআইআর করা হচ্ছে। এভাবে মামলা করা হলে দ্রুত তদন্ত সম্পন্ন এবং প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা দুরূহ হয়ে পড়বে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিগত সরকারের আমলে এ ধরনের প্রক্রিয়া লক্ষ করা গেছে এবং জবাবদিহিহীনতার অভিযোগ উঠেছে। বর্তমান পরিপ্রেক্ষিতে এ প্রক্রিয়া পরিবর্তন হওয়া আবশ্যক।
এ অবস্থায়, এ ধরনের হয়রানিমূলক মামলা করা এবং আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সুষ্ঠু তদন্তের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ব্লাস্ট। সেই সঙ্গে কাউকে হয়রানি না করে নিরপেক্ষ ও যথাযথ প্রমাণ সাপেক্ষে দায়ী ব্যক্তির যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
১ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
২ ঘণ্টা আগেদিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকার পর নৌকা ভিড়ছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শনে। এটি শামুকের আড়ত। সকাল থেকে এখানে শুরু হয় জমজমাট ক্রয়-বিক্রয়।
২ ঘণ্টা আগেদেশে মাদক আসা রোধ করতে স্থলপথে নজরদারি কড়াকড়ি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থলসীমান্ত দিয়ে খুব বেশি সুবিধা করতে না পারায় সাগরপথেই মাদকের চালান আনছে চোরাকারবারিরা। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনে করছে, দেশে এখন মিয়ানমার থেকে যে মাদক আসছে, তার ৮০ শতাংশ সাগরপথ
২ ঘণ্টা আগে