Ajker Patrika

নারায়ণগঞ্জে যানজট নিরসনে নিয়োজিত কর্মীদের ওপর অটোচালকদের হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৫, ০০: ০৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) যানজট নিরসনে নিয়োজিত কর্মীদের ওপর হামলা চালিয়েছে অনুমোদনহীন অটোরিকশার চালকেরা। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার পর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এর আগে, সকাল থেকেই অনুমোদনহীন অটোরিকশা চলাচলের দাবিতে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করছিলেন ইজিবাইকচালকেরা। একপর্যায়ে তাঁরা ভবনের ভেতরে ঢুকে হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে।

আহত যানজট নিরসনকারী কর্মীরা জানায়, নিবন্ধনহীন অটোচালকেরা শহরে চলাচলের দাবিতে আন্দোলন করছিলেন। অন্য দিকে যানজট নিরসন কর্মীরা তাঁদের নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলেন সড়কে। হঠাৎ আন্দোলনকারীরা চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে নগর ভবনের ভেতর প্রবেশ করলে হামলাকারীরাও ভেতরে ঢুকে হামলা চালায়।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন বলেন, বিনা উসকানিতে এই হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের ওপর আক্রমণ করেছে ইজিবাইক চালকেরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে অনুমোদনহীন অটোরিকশা বন্ধে সিটি করপোরেশন লাইসেন্স চালু করে। এর মাধ্যমে অটোচালকদের যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে নাসিক। তবে নিবন্ধনবিহীন অটোচালকেরা পূর্বের ন্যায় নিবন্ধন ছাড়াই শহরে চলাচলের দাবি জানিয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত