নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে গণমাধ্যমে আসা দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একই সঙ্গে এ বিষয়ে অর্থাৎ দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে। পত্রিকায় আসা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আলমগীর কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। পরবর্তী আদেশের জন্য ১৭ নভেম্বর দিন রেখেছেন হাইকোর্ট।
আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও দুদক বা বাংলাদেশ ব্যাংক থেকে ব্যবস্থা নেওয়া হয়নি বলে গণমাধ্যমে আসা খবর যুক্ত করে রিটটি করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিন আইনজীবী। তারা হলেন অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভূঁইয়া ও মো. মাহবুবুল ইসলাম।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ১ আগস্ট একটি পত্রিকায় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান দুর্নীতির ওই সংবাদ প্রকাশিত হয়।
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে গণমাধ্যমে আসা দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একই সঙ্গে এ বিষয়ে অর্থাৎ দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে। পত্রিকায় আসা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আলমগীর কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। পরবর্তী আদেশের জন্য ১৭ নভেম্বর দিন রেখেছেন হাইকোর্ট।
আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও দুদক বা বাংলাদেশ ব্যাংক থেকে ব্যবস্থা নেওয়া হয়নি বলে গণমাধ্যমে আসা খবর যুক্ত করে রিটটি করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিন আইনজীবী। তারা হলেন অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভূঁইয়া ও মো. মাহবুবুল ইসলাম।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ১ আগস্ট একটি পত্রিকায় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান দুর্নীতির ওই সংবাদ প্রকাশিত হয়।
হবিগঞ্জের লাখাইয়ে আগুন লেগে একটি বাজারের পাঁচটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লাখাই বাজারে এ ঘটে।
৩৭ মিনিট আগেচাঁদপুরের মতলব উত্তরে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সকাল পৌনে ১১টার দিকে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপা পাতালিয়া নামক স্থানে বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবরগুনার বামনায় এক অটোরিশাচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত ওই চালকের নাম মো. আজিজুল (২২)। তিনি উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
২ ঘণ্টা আগেযশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩ ঘণ্টা আগে