Ajker Patrika

টঙ্গীতে শিশু ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ কারাগারে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৫: ০৬
টঙ্গীতে শিশু ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ কারাগারে

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে টঙ্গী পশ্চিম আরিচপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ওই বৃদ্ধের নাম আব্দুল হাকিম (৭৯)। তিনি টঙ্গীর আরিচপুর এলাকার বাসিন্দা। ঘটনার পর পুলিশ শিশুটিকে তাদের হেফাজতে নিয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে ওই এলাকায় শিশুটির পরিবার বাসা ভাড়া নেয়। বিকেলে আগের বাসা থেকে মালামাল নিয়ে নতুন বাসায় আসে। নতুন ভাড়া বাসায় কিছু মালামাল ও শিশুকে রেখে তার বাবা-মা আগের বাসায় যান। এ সময় বৃদ্ধ আব্দুল হাকিম ওই কক্ষে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়। খবর দিলে পুলিশ গিয়ে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে বৃদ্ধকে থানায় আনা হয়। শিশুটির মা বাদী হয়ে মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত