নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে এক নারী কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির এক নেতার গাড়িচালক তাঁকে মারধর করেছেন। আজ রোববার সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। থাকেন সাভার থানা কোয়ার্টারে।
ইতি খানম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেল থেকে আমার ডিউটি ছিল। কালিয়াকৈর থানার উদ্দেশে আমি সাদা পোশাকে সাভার থানার সামনে থেকে একটি রিকশা নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম।
‘আমার রিকশা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের খুব কাছাকাছি চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই গাড়ির চালক বকাঝকা করতে থাকেন। আমি তাঁর আচরণের প্রতিবাদ করি এবং নিজের পরিচয় দিই।
‘পরিচয় দেওয়ার পরপরই ওই গাড়িচালক রড হাতে নেমে আমাকে বেধড়ক পেটাতে থাকেন। রডের আঘাতে আমার দুই পা জখম হয়। আমার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তিনি গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সাভার থানায় লিখিত অভিযোগ করি।’
ওই কনস্টেবল আরও বলেন, ‘শুনেছি ওই গাড়িচালকের নাম সোহেল বাবু। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়ি চালান।’
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ওই গাড়িচালকের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে পৌর বিএনপির নেতা আহসান উল্লাহ বলেন, ‘ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। জানার পর ড্রাইভারকে ডেকে এনে শাসিয়েছি। থানা থেকে আমাকে কল দিয়েছিল, গিয়ে দেখি কী বলে।’
এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, ‘ঘটনাটি শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সাভারে এক নারী কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির এক নেতার গাড়িচালক তাঁকে মারধর করেছেন। আজ রোববার সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। থাকেন সাভার থানা কোয়ার্টারে।
ইতি খানম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেল থেকে আমার ডিউটি ছিল। কালিয়াকৈর থানার উদ্দেশে আমি সাদা পোশাকে সাভার থানার সামনে থেকে একটি রিকশা নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম।
‘আমার রিকশা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের খুব কাছাকাছি চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই গাড়ির চালক বকাঝকা করতে থাকেন। আমি তাঁর আচরণের প্রতিবাদ করি এবং নিজের পরিচয় দিই।
‘পরিচয় দেওয়ার পরপরই ওই গাড়িচালক রড হাতে নেমে আমাকে বেধড়ক পেটাতে থাকেন। রডের আঘাতে আমার দুই পা জখম হয়। আমার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তিনি গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সাভার থানায় লিখিত অভিযোগ করি।’
ওই কনস্টেবল আরও বলেন, ‘শুনেছি ওই গাড়িচালকের নাম সোহেল বাবু। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়ি চালান।’
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ওই গাড়িচালকের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে পৌর বিএনপির নেতা আহসান উল্লাহ বলেন, ‘ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। জানার পর ড্রাইভারকে ডেকে এনে শাসিয়েছি। থানা থেকে আমাকে কল দিয়েছিল, গিয়ে দেখি কী বলে।’
এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, ‘ঘটনাটি শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১৫ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪৩ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে