রাজধানীর ডেমরায় থেকে ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের ছয়টি মোবাইল ফোন, দুটি চাকু, একটি ব্লেড, একটি ঝাণ্ডুবাম মলম ও ৫০ গ্রাম মরিচের গুঁড়া জব্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব হাজীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের চকরিয়া থানার মধ্যম কোনাখালী ছরাপাড়া এলাকার মৃত নুরুল আফসারের ছেলে মো. বাপ্পারাজ বাপ্পী ওরফে বাপ্পী (২২), একই এলাকার মৃত আকতার আহাম্মদের ছেলে রাশেদ আহাম্মদ (২২) ও একই এলাকার লম্বাখালি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. পারভেজ (২৮)।
এ দিকে এ ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) অংকন সরকার। এ বিষয়ে বুধবার রাতেই ডেমরা থানায় অজ্ঞাত পলাতকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা সকলেই কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে ঢাকায় এসে অস্থায়ীভাবে মেস ভাড়া করে থাকে। পরে তারা ছিনতাই করে অর্জিত স্বর্ণালংকার, দামি মোবাইল, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে কক্সবাজার চলে যায়। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনগুলো ছিনতাইয়ের বলেও জানিয়েছে তারা।’
ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। এক নম্বর আসমি মো. বাপ্পারাজ ওরফে বাপ্পীর বিরুদ্ধে চট্টগ্রামের চকরিয়া ও ঢাকার বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। ২ নম্বর আসামি মো. পারভেজের বিরুদ্ধে চট্টগ্রামের চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতনসহ ঢাকার মুগদা থানায় একটি মামলা রয়েছে।’
রাজধানীর ডেমরায় থেকে ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের ছয়টি মোবাইল ফোন, দুটি চাকু, একটি ব্লেড, একটি ঝাণ্ডুবাম মলম ও ৫০ গ্রাম মরিচের গুঁড়া জব্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব হাজীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের চকরিয়া থানার মধ্যম কোনাখালী ছরাপাড়া এলাকার মৃত নুরুল আফসারের ছেলে মো. বাপ্পারাজ বাপ্পী ওরফে বাপ্পী (২২), একই এলাকার মৃত আকতার আহাম্মদের ছেলে রাশেদ আহাম্মদ (২২) ও একই এলাকার লম্বাখালি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. পারভেজ (২৮)।
এ দিকে এ ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) অংকন সরকার। এ বিষয়ে বুধবার রাতেই ডেমরা থানায় অজ্ঞাত পলাতকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা সকলেই কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে ঢাকায় এসে অস্থায়ীভাবে মেস ভাড়া করে থাকে। পরে তারা ছিনতাই করে অর্জিত স্বর্ণালংকার, দামি মোবাইল, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে কক্সবাজার চলে যায়। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনগুলো ছিনতাইয়ের বলেও জানিয়েছে তারা।’
ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। এক নম্বর আসমি মো. বাপ্পারাজ ওরফে বাপ্পীর বিরুদ্ধে চট্টগ্রামের চকরিয়া ও ঢাকার বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। ২ নম্বর আসামি মো. পারভেজের বিরুদ্ধে চট্টগ্রামের চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতনসহ ঢাকার মুগদা থানায় একটি মামলা রয়েছে।’
রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগেযশোরে সাম্প্রতিক সময়ে খুনাখুনির পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে গেছে। এমনকি প্রকাশ্যে দিনদুপুরে ঘটছে খুনের ঘটনা। সর্বশেষ এক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এ নিয়ে গত মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ৩ মাসে ২৩ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া রাত নামলেই ছিনতাই ও চুরি হচ্ছে অহরহ।
১ ঘণ্টা আগে