মানিকগঞ্জ প্রতিনিধি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলাকারীদের ছাড় দেবে না। আমরা বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি চাই না। আমরা চাই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি। যারা বিশৃঙ্খলা ঘটাবে, সমাজকে ক্ষতিগ্রস্ত করবে এবং উন্নয়নকে ব্যাহত করবে, আওয়ামী লীগ তাদের কোনো মতেই ছাড় দেবে না।’ আজ রোববার দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কর্নেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল হতে পারে। একটি দেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সে জন্য আমরাও চাই ম্যারাডোনা, মেসির মতো খেলোয়ার আমাদের দেশে হোক এবং দেশের নাম উজ্জ্বল করুক।’
খেলাধুলার উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চায় আমরা খেলাধুলায় ভালো করি। সে জন্য অনেকগুলো স্টেডিয়ামও তৈরি করেছেন এবং উপজেলা পর্যায়েও মিনি স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে অনেকগুলোর নির্মাণকাজ শুরু হয়েছে। বাকিগুলোর নির্মাণকাজ চলমান আছে। আমরা অবকাঠামোর অনেক উন্নয়ন করে দিয়েছি। আগামীতে আমরা সামাজিক উন্নয়ন করতে চাই। আর খেলাধুলা সামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সম্প্রতি দেশে মাদকের ভয়াবহতা বেড়ে গেছে।’
একমাত্র খেলাধুলা পারে যুব সমাজকে রক্ষা করতে। যুবকেরা খেলাধুলা করলে মাদক ছেড়ে দূরে থাকবে। এভাবে মাদকের ভয়াবহতা কমে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা ও ক্রিকেট সাব-কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলাকারীদের ছাড় দেবে না। আমরা বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি চাই না। আমরা চাই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি। যারা বিশৃঙ্খলা ঘটাবে, সমাজকে ক্ষতিগ্রস্ত করবে এবং উন্নয়নকে ব্যাহত করবে, আওয়ামী লীগ তাদের কোনো মতেই ছাড় দেবে না।’ আজ রোববার দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কর্নেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল হতে পারে। একটি দেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সে জন্য আমরাও চাই ম্যারাডোনা, মেসির মতো খেলোয়ার আমাদের দেশে হোক এবং দেশের নাম উজ্জ্বল করুক।’
খেলাধুলার উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চায় আমরা খেলাধুলায় ভালো করি। সে জন্য অনেকগুলো স্টেডিয়ামও তৈরি করেছেন এবং উপজেলা পর্যায়েও মিনি স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে অনেকগুলোর নির্মাণকাজ শুরু হয়েছে। বাকিগুলোর নির্মাণকাজ চলমান আছে। আমরা অবকাঠামোর অনেক উন্নয়ন করে দিয়েছি। আগামীতে আমরা সামাজিক উন্নয়ন করতে চাই। আর খেলাধুলা সামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সম্প্রতি দেশে মাদকের ভয়াবহতা বেড়ে গেছে।’
একমাত্র খেলাধুলা পারে যুব সমাজকে রক্ষা করতে। যুবকেরা খেলাধুলা করলে মাদক ছেড়ে দূরে থাকবে। এভাবে মাদকের ভয়াবহতা কমে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা ও ক্রিকেট সাব-কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।
মানিকগঞ্জ সদরে জেটি (জাপান টোব্যাকো) ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারখানায় শ্রমিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আতাউর রহমান আতার অনুসারীদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবহন ও আউটসোর্সিং কর্মী নিয়োগের কাজ না পাওয়ায় স্থানীয় বিএনপির
২৩ মিনিট আগেলন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
৩২ মিনিট আগেচট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
১ ঘণ্টা আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক-সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝরছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুততম সময়ে ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াইকাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন
১ ঘণ্টা আগে