Ajker Patrika

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় নারায়ণগঞ্জে এনসিপির আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি। ছবি: আজকের পত্রিকা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি নারায়ণগঞ্জ ক্লাব হয়ে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘এত দিন প্রশাসন আওয়ামী লীগ নেতাদের বাসায় গিয়ে চা-নাশতা করেছে। আমরা আর এ ধরনের আচরণ দেখতে চাই না। একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি প্রশাসনের দুর্বলতা প্রকাশ পেলে নারায়ণগঞ্জের ছাত্র-জনতা তা প্রতিহত করবে।’

আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, ডেভিল হান্টের মধ্য দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও পরবর্তী সময়ে তাঁদের জামিন দেওয়া হয়েছে। এ ধরনের ষড়যন্ত্র যদি পুনরায় করা হয়, বিপ্লবী ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এই দেশ একাত্তরের শহীদদের রক্তে গড়া দেশ। চব্বিশের অভ্যুত্থানের পর এখানে ফ্যাসিস্টদের রাজনৈতিক অধিকার আর নেই। প্রশাসন, রাজনৈতিক দল বা সুশীল সমাজ আওয়ামী লীগের ব্যাপারে যেকোনো দুর্বলতা দেখালেই ছাত্র-জনতা কঠোর অবস্থান নেবে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত