Ajker Patrika

দুটি ছাত্রসংগঠনের বাধার আশঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত

ঢাবি সংবাদদাতা
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৫: ৫৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে আরেফিন সিদ্দিকের শুভাকাঙ্ক্ষী শিক্ষকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানালে তাঁরা এ প্রোগ্রাম স্থগিত করতে বাধ্য হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ আলোচনা সভা এবং দোয়া মাহফিল হওয়ার কথা ছিল। তবে গতকাল বুধবার প্রশাসন আয়োজকদের এ প্রোগ্রাম কেন্দ্রিক নিরাপত্তা শঙ্কার কথা জানায়। এ প্রোগ্রামে ছাত্রসংগঠন এবং শিক্ষার্থীরা উদ্বেগ এবং ক্ষোভ জানিয়েছে বলে সতর্কও করে। এতে আয়োজকরা এ প্রোগ্রাম স্থগিত কর‍তে বাধ্য হন।

এই বিষয়ে ক্লাব সভাপতি অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, ‘স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকজন শিক্ষক এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলেন। গতকাল রাতে ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে আমাকে জানান ওই প্রোগ্রামটি করা যাবে না।’

সাধারণ সম্পাদক আল মুজাদ্দেদী আলফেসানী জানান, তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, এই প্রোগ্রাম হলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। এমনকি কোনো কোনো ছাত্রসংগঠন বা ছাত্ররা এতে বাধা দিতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

আলফেসানী বলেন, ‘পরে আমি এ বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় যেহেতু নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না—তাই এটি আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি।’

অধ্যাপক ফজলুর রহমান বলেন, ‘এ প্রোগ্রামটি আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেকে বলছে এটি নীল দলের প্রোগ্রাম। কিন্তু এখানে আমরা কোনো প্লাটফর্মের ব্যানার ব্যবহার করিনি। আরেফিন সিদ্দিকের সঙ্গে যারা দীর্ঘদিন ছিলাম, তাঁদের আবেগ এবং শ্রদ্ধার জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া। এটি বন্ধ হওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত হয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘গতকাল রাতে দুটি ছাত্র সংগঠন আমাকে ফোন দিয়ে এ প্রোগ্রাম নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। শিক্ষার্থীদের মধ্য থেকেও এ প্রোগ্রাম কেন্দ্রিক কয়েকজন ক্ষোভ জানান। পরে আমি এ বিষয়টি ক্লাবের সেক্রেটারিকে জানাই। এরপর রাত ১টার দিকে ক্লাব থেকে স্মরণসভা এবং দোয়া স্থগিত করার বার্তা পাই।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

সখীপুরে বনপ্রহরীদের ওপর হামলা: ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত