Ajker Patrika

৩ পুলিশকে কুপিয়ে জখম: গুলশানের পাঁচ তারকা হোটেল থেকে গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৩: ৫৯
৩ পুলিশকে কুপিয়ে জখম: গুলশানের পাঁচ তারকা হোটেল থেকে গ্রেপ্তার ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার প্রধান পরিচালক খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তিন দিনের টানা অবরোধের প্রথম দিনে গত ৩১ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পাচরুখী এলাকায় অবস্থান নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারীরা মহাসড়ক অবরোধ করেন। সড়কের মাঝে টায়ার জ্বালান এবং গাছের গুঁড়ি ফেলে রাখেন নেতা-কর্মীরা। ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে আড়াইহাজার থানার পুলিশ উপস্থিত হলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করলে নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের টিয়ারশেল ও শটগানের গুলি ফুরিয়ে এলে নেতা-কর্মীরা চড়াও হন পুলিশের ওপর। পুলিশের তিন কনস্টেবলকে কুপিয়ে জখম করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা ডিউটিরত পুলিশের ওপর চড়াও হন। বেশ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত