Ajker Patrika

গ্যাসের তীব্র গন্ধে নারায়ণগঞ্জ শহরজুড়ে আতঙ্ক

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৭: ৩০
গ্যাসের তীব্র গন্ধে নারায়ণগঞ্জ শহরজুড়ে আতঙ্ক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহর ও ফতুল্লার কয়েকটি এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গ্যাসের তীব্র গন্ধে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ শহর, ফতুল্লার চাষাঢ়া, ডন চেম্বার, তল্লা, খানপুর, বাবুরাইলে গতকাল রাত ৯টার পর থেকে গ্যাসের ঝাঁজালো গন্ধ পাওয়া যাচ্ছে। বাড়ির চুলা এবং গ্যাসের রাইজারের চাবি বন্ধ করে রাখার পরও যখন গ্যাসের গন্ধ কমছিল না, তখন আতঙ্কিত হয়ে পড়ে লোকজন। এমনকি বিভিন্ন এলাকায় মসজিদের মাইকে সতর্কবার্তা দেওয়া হয়। তিতাসের অফিসে বিস্ফোরণ হয়েছে বলেও অনেকে গুজব ছড়ায়।

এ ব্যাপারে তিতাস গ্যাস কোম্পানির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে যোগাযোগ করা হলে তিতাসের উপ–মহাব্যবস্থাপক (ডিজিএম) গোলাম ফারুক বলেন, গ্যাসলাইনে তাঁরা বিশেষ এক প্রকার রাসায়নিক ব্যবহার করেন। ওই রাসায়নিকের পরিমাণ বেড়ে গেলে ছিদ্র থাকা লাইনগুলো দিয়ে গ্যাসের কটূ গন্ধ বের হয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে অবশ্যই রান্নাঘরের দরজা-জানালা বন্ধ রাখা যাবে না। এ ক্ষেত্রে সব সময় সচেতন থাকতে হবে।

ডিজিএম আরও বলেন, আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না। বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। আপনাদের সন্দেহ হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তবে গ্যাসের গন্ধ বের হওয়াটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। গন্ধ ধীরে ধীরে কমে যাবে। যদি কারও পাইপে ছিদ্র থাকে এবং তা থেকে গ্যাস রান্নাঘর কিংবা ঘরের বদ্ধ কোনো স্থানে জমে যায়, তাহলে তা মারাত্মক ঝুঁকি। এ ক্ষেত্রে গ্রাহকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত