গাজীপুরের শ্রীপুরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাটের ঘটনার চার দিন পর মামলা নিয়েছে পুলিশ। মারধর ও হামলার ঘটনার সিসিটিভির ফুটেজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ভুক্তভোগীকে থানায় ডেকে এনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেয়।
এ ঘটনার স্থানীয় বাসিন্দা আবুল কালামের ছেলেসহ কয়েকজন গুরুতর আহত হন। আজ মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় মামলাটি দায়ের আব্দুল্লাহ আজাদ নামে এক যুবক।
ভুক্তভোগী আব্দুল্লাহ আজাদ উপজেলার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
মামলায় অভিযুক্তরা হলেন, মো. শিমুল (২২), আল আমিন (২৩), স্বাধীন (২৪), রিফাত (২০), মৃধুল বেপারী (২৫) ও বেলাল সরকার (৫০)। তাঁদের সবার বাড়ি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচ থেকে ছয়জন যুবক হলুদ রঙের পাঞ্জাবি পড়ে মোটরসাইকেল করে এসে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে এলোপাতাড়ি মারধর শুরু ও ভাঙচুর করে টেবিলে রাখা নগদ অর্থ নিয়ে যান। যা সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার বোঝা যাচ্ছে।
ভুক্তভোগী আব্দুল্লাহ আজাদ বলেন, ‘গত ৬ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা হলুদ রঙের পাঞ্জাবি পড়ে আমার পরিচালিত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিস্ট্রিবিউটর ও ডিলার অফিসে হামলা চালায়। এ সময় আমিসহ অফিসে থাকা অনন্য কর্মচারীদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে সব ভাঙচুর করে নগদ অর্থ লোপাট করে নিয়ে যায়।’ এরপর আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে সিসিটিভির ফুটেজ খোঁজে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিচার দাবি করলে পুলিশ আজ রাতে মামলা নেয়।’
অভিযুক্ত বেলাল সরকারের বক্তব্য নিতে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে তাঁদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
গাজীপুরের শ্রীপুরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাটের ঘটনার চার দিন পর মামলা নিয়েছে পুলিশ। মারধর ও হামলার ঘটনার সিসিটিভির ফুটেজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ভুক্তভোগীকে থানায় ডেকে এনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেয়।
এ ঘটনার স্থানীয় বাসিন্দা আবুল কালামের ছেলেসহ কয়েকজন গুরুতর আহত হন। আজ মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় মামলাটি দায়ের আব্দুল্লাহ আজাদ নামে এক যুবক।
ভুক্তভোগী আব্দুল্লাহ আজাদ উপজেলার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
মামলায় অভিযুক্তরা হলেন, মো. শিমুল (২২), আল আমিন (২৩), স্বাধীন (২৪), রিফাত (২০), মৃধুল বেপারী (২৫) ও বেলাল সরকার (৫০)। তাঁদের সবার বাড়ি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচ থেকে ছয়জন যুবক হলুদ রঙের পাঞ্জাবি পড়ে মোটরসাইকেল করে এসে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে এলোপাতাড়ি মারধর শুরু ও ভাঙচুর করে টেবিলে রাখা নগদ অর্থ নিয়ে যান। যা সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার বোঝা যাচ্ছে।
ভুক্তভোগী আব্দুল্লাহ আজাদ বলেন, ‘গত ৬ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা হলুদ রঙের পাঞ্জাবি পড়ে আমার পরিচালিত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিস্ট্রিবিউটর ও ডিলার অফিসে হামলা চালায়। এ সময় আমিসহ অফিসে থাকা অনন্য কর্মচারীদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে সব ভাঙচুর করে নগদ অর্থ লোপাট করে নিয়ে যায়।’ এরপর আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে সিসিটিভির ফুটেজ খোঁজে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিচার দাবি করলে পুলিশ আজ রাতে মামলা নেয়।’
অভিযুক্ত বেলাল সরকারের বক্তব্য নিতে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে তাঁদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
আক্কেলপুরে ছাত্র আন্দোলনে হামলার দুই মামলায় আব্দুর রহিম ওরফে স্বাধীন মাস্টার (৫৩) নামের এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্তে আজ বৃহস্পতিবার আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে তাঁকে প্রেপ্তার করা হয়। পরে তাঁকে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।
৯ মিনিট আগেপ্রাধান্যপ্রাপ্ত বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাত থাকবে আমার অগ্রাধিকারে। বিশেষ করে, পরিবেশ ও পর্যটনে বাড়তি নজর দেব। সিলেট হচ্ছে আমাদের প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যাকে প্রকৃতির মতোই রাখতে হবে।
৪৩ মিনিট আগেস্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে নাম উল্লেখ করা ৪২ জনের মধ্যে ৪১ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারী। অপরজন হাসপাতাল এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী।
১ ঘণ্টা আগেরাজবাড়ীর বালিয়াকান্দি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালিয়াকান্দি বাজার ও আশপাশে এলাকায় সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী দুজন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা
১ ঘণ্টা আগে