Ajker Patrika

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি হাবিবের জামিন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি হাবিবের জামিন প্রত্যাহার

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন প্রত্যাহার করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি আশিষ রঞ্জন দাশের বিশেষ বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ২৮ এপ্রিল হাবিবকে ৬ মাসের জামিন দিয়েছিলেন একই বেঞ্চ।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, হাবিব গোপনে জামিন করিয়ে নিয়েছিলেন। জামিনের বিষয়টি আমরা মঙ্গলবার বিকেলে জানতে পারি। পরে বিষয়টি আদালতের নজরে আনলে বুধবার তা প্রত্যাহার করা হয়। হাবিব এখনো কারাগারে রয়েছে বলে জানান তিনি। 

সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদি হয়ে মামলা করেন। তদন্ত শেষে বিএনপির হাবিবুল ইসলামসহ ৫০ জনের বিরুদ্ধে ২০১৫ সালে অভিযোগপত্র দেয় পুলিশ।

বিচার শেষে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত বছরের ৪ ফেব্রুয়ারি এ মামলায় সব আসামিকে সাজা দিয়ে রায় দেন। রায়ে হাবিবুল ইসলামসহ ৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত