Ajker Patrika

রাজধানীর কাকরাইলে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৫: ৫৭
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসচাপায় আহত আরিফুল ইসলাম (৪২) নামের এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে কাকরাইল মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে কাকরাইল এলাকায় বাসচাপায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরিফুল। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

নিহত আরিফুলের ভাগনে মো. ইমন বলেন, তাঁদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে। বাবার নাম খলিল মোল্লা। ঢাকার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গতকাল তিনি নবাবগঞ্জ থেকে ঢাকায় আসেন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য। কাকরাইলে মঞ্জিল পরিবহন থেকে নামার সময় ওই বাসের চাপায় গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত