নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে মৃত্যুণ্ডাদেশ পাওয়া পলাতক মানবতাবিরোধী অপরাধী খলিলুর রহমানকে সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এসপি) আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
ইমরান খান জানান, ২০১৭ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর ৯ নম্বর মামলায় অভিযোগপত্র তদন্তকারী কর্মকর্তা ৩০ জানুয়ারি ২০১৭ সালে মো. খলিলুর রহমানসহ তাঁর ভাই মো. আজিজুর রহমান, একই এলাকার আলমপুর ইউনিয়নের মৃত তরাব আলীর ছেলে আশক আলী, জানিরগাঁও ইউনিয়নের কদর আলীর ছেলে শাহনেওয়াজ এবং একই এলাকার রমজান আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ ধ্বংস করা, ধর্ষণ ও ধর্ষণেরচেষ্টার পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পাঁচ আসামির মধ্যে মো. খলিলুর রহমান ছাড়া সবাইকে কারাগারে পাঠানো হয়। বিচার চলাকালীন চার আসামি বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেন। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে চারটি অভিযোগে মৃত্যুদণ্ড ও একটিতে ১০ বছরের সাজা ঘোষণা করা হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৪ সাভার এলাকায় অভিযান চালিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. খলিলুর রহমানকে (৬৮) গ্রেপ্তার করে। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়।
ইমরান আরও জানান, ২০১৫ সাল থেকে মামলার তদন্তকাজ শুরু হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে ২০১৭ সালে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে গৃহীত হলে আত্মগোপনে চলে যান। রাজধানীর দক্ষিণখান, তুরাগ ও উত্তরার বিভিন্ন এলাকায় অবস্থান করেন। আত্মগোপনে থাকাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার এড়াতে তিনি নিয়মিত বাসা পরিবর্তন করতেন ও একাকী অবস্থান করতেন। এ সময় যোগাযোগের জন্য তিনি কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতেন না। মাঝে মাঝে পরিবারের সদস্যরা গোপনে তাঁর সঙ্গে দেখা করতেন। তাঁর ছেলে-মেয়েরা বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ায় তাঁর প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য নিয়মিত অর্থ প্রদান করতেন। মামলার রায় ঘোষণার পর তিনি গ্রেপ্তারের আশঙ্কায় তাঁর অবস্থান নিরাপদ নয় ভেবে স্থান পরিবর্তন করে সাভারে আত্মগোপন করেন।
গ্রেপ্তার খলিলুর রহমান ১৯৫৪ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। ১৯৭১ সালে তিনি ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন। যুদ্ধের সময় তিনি রাজাকার বাহিনীতে যোগ দেন। পরে চণ্ডীগড় ইউনিয়নের আলবদর বাহিনীতে কমান্ডার হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা থানা এলাকায় অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগে ধ্বংস করা, ধর্ষণের চেষ্টা, ধর্ষণ, হত্যা ও গণহত্যায় জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগে ২২ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, একজনকে ধর্ষণের চেষ্টা, অপহৃত চারজনের মধ্যে দুজনকে ক্যাম্পে নির্যাতন, ১৪-১৫টি বাড়িতে লুটপাট ও সাতটি বাড়িতে অগ্নিসংযোগের কথা উল্লেখ রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে মৃত্যুণ্ডাদেশ পাওয়া পলাতক মানবতাবিরোধী অপরাধী খলিলুর রহমানকে সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এসপি) আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
ইমরান খান জানান, ২০১৭ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর ৯ নম্বর মামলায় অভিযোগপত্র তদন্তকারী কর্মকর্তা ৩০ জানুয়ারি ২০১৭ সালে মো. খলিলুর রহমানসহ তাঁর ভাই মো. আজিজুর রহমান, একই এলাকার আলমপুর ইউনিয়নের মৃত তরাব আলীর ছেলে আশক আলী, জানিরগাঁও ইউনিয়নের কদর আলীর ছেলে শাহনেওয়াজ এবং একই এলাকার রমজান আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ ধ্বংস করা, ধর্ষণ ও ধর্ষণেরচেষ্টার পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পাঁচ আসামির মধ্যে মো. খলিলুর রহমান ছাড়া সবাইকে কারাগারে পাঠানো হয়। বিচার চলাকালীন চার আসামি বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেন। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে চারটি অভিযোগে মৃত্যুদণ্ড ও একটিতে ১০ বছরের সাজা ঘোষণা করা হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৪ সাভার এলাকায় অভিযান চালিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. খলিলুর রহমানকে (৬৮) গ্রেপ্তার করে। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়।
ইমরান আরও জানান, ২০১৫ সাল থেকে মামলার তদন্তকাজ শুরু হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে ২০১৭ সালে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে গৃহীত হলে আত্মগোপনে চলে যান। রাজধানীর দক্ষিণখান, তুরাগ ও উত্তরার বিভিন্ন এলাকায় অবস্থান করেন। আত্মগোপনে থাকাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার এড়াতে তিনি নিয়মিত বাসা পরিবর্তন করতেন ও একাকী অবস্থান করতেন। এ সময় যোগাযোগের জন্য তিনি কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতেন না। মাঝে মাঝে পরিবারের সদস্যরা গোপনে তাঁর সঙ্গে দেখা করতেন। তাঁর ছেলে-মেয়েরা বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ায় তাঁর প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য নিয়মিত অর্থ প্রদান করতেন। মামলার রায় ঘোষণার পর তিনি গ্রেপ্তারের আশঙ্কায় তাঁর অবস্থান নিরাপদ নয় ভেবে স্থান পরিবর্তন করে সাভারে আত্মগোপন করেন।
গ্রেপ্তার খলিলুর রহমান ১৯৫৪ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। ১৯৭১ সালে তিনি ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন। যুদ্ধের সময় তিনি রাজাকার বাহিনীতে যোগ দেন। পরে চণ্ডীগড় ইউনিয়নের আলবদর বাহিনীতে কমান্ডার হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা থানা এলাকায় অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগে ধ্বংস করা, ধর্ষণের চেষ্টা, ধর্ষণ, হত্যা ও গণহত্যায় জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগে ২২ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, একজনকে ধর্ষণের চেষ্টা, অপহৃত চারজনের মধ্যে দুজনকে ক্যাম্পে নির্যাতন, ১৪-১৫টি বাড়িতে লুটপাট ও সাতটি বাড়িতে অগ্নিসংযোগের কথা উল্লেখ রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
১ ঘণ্টা আগে