Ajker Patrika

রাজধানীর ওয়ারীতে উদ্ধার হওয়া নবজাতকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ২৯
রাজধানীর ওয়ারীতে উদ্ধার হওয়া নবজাতকের মৃত্যু

রাজধানীর ওয়ারী হেয়ার স্ট্রিট এলাকার ভবন থেকে পড়া নবজাতকটি মারা গেছে। মেয়ে নবজাতকটির বয়স হবে আনুমানিক এক দিন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। 

বাচ্চু মিয়া জানান, শুক্রবার (২৬ নভেম্বর) রাতে কয়েকজন পথচারী ওয়ারী এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পথচারীরা জানিয়েছিল, ঘটনাস্থলে একটি ১০ তলা ভবন রয়েছে। সেই ভবনের কোনো তলা থেকে নবজাতককে ফেলে দেওয়া হয়েছে।

নবজাতকটিকে উদ্ধারকারী অপূর্ব রবি দাস জানান, তাঁরা কয়েক বন্ধু হেয়ার স্ট্রিট এলাকায় বসে গল্প করছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হঠাৎ শব্দ পান তারা। এগিয়ে গিয়ে দেখতে পান মাটিতে এক নবজাতক পড়ে আছে। সেখানে একটি ১০ তলা ভবন রয়েছে। ভবনের কোনো এক তলা থেকে কেউ শিশুটিকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই ছুড়ে মেরেছে বলে তাঁর মনে হচ্ছে। তবে অলৌকিকভাবে বেঁচে যায় নবজাতকটি। পরে স্থানীয়দের পরামর্শে শিশুটিকে দ্রুত হাসপাতাল নেওয়া হয়।

ওয়ারী থানার ওসি কবির হোসেন জানান, রাতে নাভানা টাওয়ারের পেছন থেকে নবজাতকটিকে প্রথমে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে মারা গেছে। 

ওসি আরও বলেন, `সেখানে কোন ভবন থেকে নবজাতককে ফেলা হয়েছে তা জানা যায়নি। কোনো সিসিটিভি ফুটেজ মেলেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত