মাদারীপুর প্রতিনিধি
ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। তবে ফেরির চেয়ে লঞ্চগুলোতে যাত্রীদের চাপ অনেক বেশি। এই সুযোগে অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায় করছেন লঞ্চ মালিক-শ্রমিকেরা। অন্যদিকে স্পিডবোটেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। আজ শনিবার সকাল থেকে বাংলাবাজার ঘাটে প্রতিটি নৌযান অন্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে পদ্মা নদী পার হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৬টার পর থেকেই প্রতিটি লঞ্চ ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে আসছে। ফলে একপ্রকার গাদাগাদি করেই যাত্রীরা আসতে বাধ্য হচ্ছে। সেই সঙ্গে জনপ্রতি ৩৫ টাকার ভাড়া ৫০ টাকা পর্যন্ত আদায় করছেন শ্রমিকেরা। ফলে যাত্রীদের মাঝে অসন্তোষ রয়েছে। সেই সঙ্গে বাস ও ছোট ছোট যানবাহনে বেশি ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাঁদের। তার পরও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার আনন্দে শত কষ্ট হলেও ভালো লাগছে বলে জানান তাঁরা।
ভূরঘাটাগামী মাজেদ মিয়া বলেন, ‘আগে লঞ্চে ভাড়া দিতাম ৩৫ টাকা, এখন ৫০ টাকা নিচ্ছে। তার পরেও মনে কষ্ট নাই, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে যেতে পারছি সে-ই বড় কথা। তবে লঞ্চে পা ফেলার জায়গা নাই। পুরো লঞ্চে মানুষ ভরা। নিশ্বাস নিতে কষ্ট হয়েছে। যাত্রীরা কথা শুনছে না।’
এমভি দিপু লঞ্চের সুপারভাইজার শহীদ উদ্দিন বলেন, ‘যাত্রী কিছুটা বেশি হয়েছে। তবে এটা মালিক সমিতি থেকে বলা হয়েছে। আর পদ্মা নদী শান্ত আছে, যাত্রী একটু বেশি হলেও সমস্যা হবে না। আর যাত্রীদের নিষেধ করলেও তারা বাধা শোনে না। ফলে বাধ্য হয়েই কিছু যাত্রী বেশি নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া নেওয়া হয় না। যারা বলেছে, তারা আমার সামনে বলুক।’
এদিকে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা করার জন্য চালক-শ্রমিকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ঘাটে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাত্রীদের ভোগান্তি ও দুর্ভোগ কমাতে দালাল চক্র, ছিনতাইকারী ও ছোট-বড় যানবাহনের চালক ও শ্রমিকেরা যেন ঈদযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে, এ জন্য পুলিশ ও সংশ্লিষ্টদের সজাগ থাকতে বলা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে পুলিশ প্রশাসন।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘ঈদের যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের একটি চৌকস টিম ঈদের ১০ দিন আগে থেকে ঘাটে টহল দিচ্ছে। কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছে। চুরি-ছিনতাই রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতে আমাদের কঠোর অবস্থান থাকবে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি বাংলাবাজার ও মাঝিরকান্দি ঘাটে আসছে। এর মধ্যে বাংলাবাজারে ৫টি ও মাঝিরকান্দিতে ঘাটে ৫টি। এ ছাড়া ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে। এবারের ঈদে ফেরিতে যাত্রীর চাপ খুবই কম। লঞ্চ ও স্পিডবোট চালু থাকায় যাত্রীদের দুর্ভোগ কম হচ্ছে।’
ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। তবে ফেরির চেয়ে লঞ্চগুলোতে যাত্রীদের চাপ অনেক বেশি। এই সুযোগে অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায় করছেন লঞ্চ মালিক-শ্রমিকেরা। অন্যদিকে স্পিডবোটেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। আজ শনিবার সকাল থেকে বাংলাবাজার ঘাটে প্রতিটি নৌযান অন্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে পদ্মা নদী পার হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৬টার পর থেকেই প্রতিটি লঞ্চ ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে আসছে। ফলে একপ্রকার গাদাগাদি করেই যাত্রীরা আসতে বাধ্য হচ্ছে। সেই সঙ্গে জনপ্রতি ৩৫ টাকার ভাড়া ৫০ টাকা পর্যন্ত আদায় করছেন শ্রমিকেরা। ফলে যাত্রীদের মাঝে অসন্তোষ রয়েছে। সেই সঙ্গে বাস ও ছোট ছোট যানবাহনে বেশি ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাঁদের। তার পরও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার আনন্দে শত কষ্ট হলেও ভালো লাগছে বলে জানান তাঁরা।
ভূরঘাটাগামী মাজেদ মিয়া বলেন, ‘আগে লঞ্চে ভাড়া দিতাম ৩৫ টাকা, এখন ৫০ টাকা নিচ্ছে। তার পরেও মনে কষ্ট নাই, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে যেতে পারছি সে-ই বড় কথা। তবে লঞ্চে পা ফেলার জায়গা নাই। পুরো লঞ্চে মানুষ ভরা। নিশ্বাস নিতে কষ্ট হয়েছে। যাত্রীরা কথা শুনছে না।’
এমভি দিপু লঞ্চের সুপারভাইজার শহীদ উদ্দিন বলেন, ‘যাত্রী কিছুটা বেশি হয়েছে। তবে এটা মালিক সমিতি থেকে বলা হয়েছে। আর পদ্মা নদী শান্ত আছে, যাত্রী একটু বেশি হলেও সমস্যা হবে না। আর যাত্রীদের নিষেধ করলেও তারা বাধা শোনে না। ফলে বাধ্য হয়েই কিছু যাত্রী বেশি নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া নেওয়া হয় না। যারা বলেছে, তারা আমার সামনে বলুক।’
এদিকে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা করার জন্য চালক-শ্রমিকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ঘাটে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাত্রীদের ভোগান্তি ও দুর্ভোগ কমাতে দালাল চক্র, ছিনতাইকারী ও ছোট-বড় যানবাহনের চালক ও শ্রমিকেরা যেন ঈদযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে, এ জন্য পুলিশ ও সংশ্লিষ্টদের সজাগ থাকতে বলা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে পুলিশ প্রশাসন।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘ঈদের যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের একটি চৌকস টিম ঈদের ১০ দিন আগে থেকে ঘাটে টহল দিচ্ছে। কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছে। চুরি-ছিনতাই রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতে আমাদের কঠোর অবস্থান থাকবে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি বাংলাবাজার ও মাঝিরকান্দি ঘাটে আসছে। এর মধ্যে বাংলাবাজারে ৫টি ও মাঝিরকান্দিতে ঘাটে ৫টি। এ ছাড়া ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে। এবারের ঈদে ফেরিতে যাত্রীর চাপ খুবই কম। লঞ্চ ও স্পিডবোট চালু থাকায় যাত্রীদের দুর্ভোগ কম হচ্ছে।’
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
১৭ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে