প্রতিনিধি,পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সচেতনতামূলক প্রচার-প্রচারণার পরও স্বাস্থ্যবিধি উপেক্ষা করছেন বেশির ভাগ লোকজন। উপসর্গ থাকলেও করোনা পরীক্ষা করাতে আগ্রহী নন অনেকে। এতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।
গত সোমবার উপজেলায় নতুন করে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন করে মারা গেছেন একজন। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩০৮। এর মধ্যে মারা গেছেন ৬ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত এ উপজেলায় ৩০৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫৮ জন। আক্রান্ত আছেন ৩৯ জন। তাঁদের কেউ হাসপাতালে, কেউ বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ উপজেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত পরীক্ষা করিয়েছেন ১ হাজার ৬৯৫ জন। করোনার সংক্রমণ বাড়লেও সচেতনতা নেই মানুষের মধ্যে।
উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি সূত্র জানায়, সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কার্যকর করতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে উপজেলা প্রশাসন। মাইকে ও লিফলেট প্রচারণা করে স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে। তবুও অনেকে তা মানছেন না। কঠোর বিধিনিষেধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ফাঁকি দিয়ে পাড়া-মহল্লার অলিগলিতে বসে দল বেঁধে আড্ডা দিচ্ছেন অনেকে। প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সাইরেন শুনলেই দৌড় দিচ্ছেন। বিধিনিষেধ অমান্য করায় অনেককে জরিমানা করা হচ্ছে। তারপরও স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন সাধারণ লোকজন। ফলে সংক্রমণ দ্রুত বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রেজাউল কবির কাউসার আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কেবিনকে কোভিড ইউনিট করা হয়েছে। সেখানে একজন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। রোগীর সংখ্যা যদি বাড়ে, সে জন্য প্রস্তুতিও রাখা আছে। কমপ্লেক্সে অক্সিজেনের কোনো সংকট নেই।’
উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এ কে এম লুৎফর রহমান জানান, করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধ কার্যকরে কাজ করছে প্রশাসন। যাঁরা মানছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনার সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতার বিকল্প নেই।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সচেতনতামূলক প্রচার-প্রচারণার পরও স্বাস্থ্যবিধি উপেক্ষা করছেন বেশির ভাগ লোকজন। উপসর্গ থাকলেও করোনা পরীক্ষা করাতে আগ্রহী নন অনেকে। এতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।
গত সোমবার উপজেলায় নতুন করে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন করে মারা গেছেন একজন। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩০৮। এর মধ্যে মারা গেছেন ৬ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত এ উপজেলায় ৩০৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫৮ জন। আক্রান্ত আছেন ৩৯ জন। তাঁদের কেউ হাসপাতালে, কেউ বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ উপজেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত পরীক্ষা করিয়েছেন ১ হাজার ৬৯৫ জন। করোনার সংক্রমণ বাড়লেও সচেতনতা নেই মানুষের মধ্যে।
উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি সূত্র জানায়, সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কার্যকর করতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে উপজেলা প্রশাসন। মাইকে ও লিফলেট প্রচারণা করে স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে। তবুও অনেকে তা মানছেন না। কঠোর বিধিনিষেধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ফাঁকি দিয়ে পাড়া-মহল্লার অলিগলিতে বসে দল বেঁধে আড্ডা দিচ্ছেন অনেকে। প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সাইরেন শুনলেই দৌড় দিচ্ছেন। বিধিনিষেধ অমান্য করায় অনেককে জরিমানা করা হচ্ছে। তারপরও স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন সাধারণ লোকজন। ফলে সংক্রমণ দ্রুত বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রেজাউল কবির কাউসার আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কেবিনকে কোভিড ইউনিট করা হয়েছে। সেখানে একজন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। রোগীর সংখ্যা যদি বাড়ে, সে জন্য প্রস্তুতিও রাখা আছে। কমপ্লেক্সে অক্সিজেনের কোনো সংকট নেই।’
উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এ কে এম লুৎফর রহমান জানান, করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধ কার্যকরে কাজ করছে প্রশাসন। যাঁরা মানছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনার সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতার বিকল্প নেই।
কক্সবাজার সদরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।
২ মিনিট আগেমাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া এক কিশোরীর লাশ পাওয়া গেছে দুই দিন পর। মারা যাওয়া জান্নাতুল আক্তার (১৬) উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।
১ ঘণ্টা আগেগত ২৯ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে এসআই বেলালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁর বাসায় জোরপূর্বক প্রবেশ করে। পরিস্থিতি দেখে তাঁর ম্যানেজার জরুরি ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে আরও একদল পুলিশ ঘটনাস্থলে আসে। কিছুক্ষণ পর শাহবাগ ও নিউমার্কেট থানার টহল টিমের দুটি গাড়ি ঘটনাস্থলে...
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ এনেছেন দুই শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, অভিযুক্তরা কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন। সেই সঙ্গে অশ্লীল কবিতা আবৃত্তি ও অশালীন অঙ্গভঙ্গি করতে বাধ্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে