Ajker Patrika

বাড্ডায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, ঢামেক
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫৬
বাড্ডায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি নির্মানাধীন ভবন থেকে পড়ে হাসু (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় হাসুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি নিলফামারীর সদর উপজেলায়। 

হাসুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া নাহিদ হাসান নামে নিরাপত্তাকর্মী জানান, আফতাবনগরের এইচ ব্লকের নির্মাণাধীন ভবনে রডমিস্ত্রির কাজ করতেন হাসু। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি ওই ভবনে কাজ করে আসছিলেন। আজকে তাঁরা যখন ভবনটির নিচে কাজ করছেন, তখন ভবনের ওপর থেকে নিচে পড়ে যান হাসু। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত