Ajker Patrika

সিঙ্গাইরে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি

মানিকগঞ্জ প্রতিনিধি
সিঙ্গাইরে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি

ঢাকা-আরিচা মহাসড়ক, মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান চেকপোস্ট এলাকা পরিদর্শনে যান। চেকপোস্ট কর্তব্যরত পুলিশ সদস্যদের কাজের ধরন সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন তিনি।

জানা গেছে, আজ সকাল থেকে সিঙ্গাইরের ধল্লা এলাকায় শহীদ রফিক সেতুর পশ্চিম প্রান্তে পুলিশের নিয়মিত তল্লাশি চৌকিতে হঠাৎ করে অতিরিক্ত পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। দক্ষিণ ও পশ্চিমাঞ্চল এবং মানিকগঞ্জ থেকে ঢাকাগামী ছোটবড় বিভিন্ন যানবাহন ও যাত্রীদের শরীর তল্লাশি করছে পুলিশ। এ সময় ঢাকামুখী ছোটবড় বিভিন্ন যানবাহনের যাত্রীদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। 

এ বিষয়ে মানিকগঞ্জ থানার পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, সারা দেশে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশের। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী জঙ্গি, সন্ত্রাসী ও চাঁদাবাজ ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে চেকপোস্ট বসানো হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত