Ajker Patrika

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ দগ্ধ ৩ 

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১১: ৫৮
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ দগ্ধ ৩ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী-সন্তান দগ্ধ হয়েছেন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন অরিজিৎ (৩৫), তাঁর স্ত্রী রিংকু (২৮) এবং তাঁদের ১৯ মাস বয়সী সন্তান কাব্য। 

শনিবার রাত ৩টার দিকে আড়াইহাজারের নাগেরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। 

তাঁদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আরমান আলি মোল্লা জানান, রাতে আগুনের খবর পেয়ে ওই বাসা থেকে দগ্ধ তিনজনকে উদ্ধার করা হয়। দগ্ধদের মাধ্যমে জানতে পারি, বাসায় তারা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না করেন। রাত ৩টার দিকে রিংকু বাচ্চার জন্য দুধ গরম করতে রান্নাঘরে যান। এরপর দেশলাই জ্বালাতেই সারা ঘরে আগুন ধরে যায়। এতে তাঁরা তিনজন দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধ অরিজিৎ একটি এনজিওতে চাকরি করেন। আর তাঁর স্ত্রী গৃহিণী। 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, রিংকুর অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তাঁর স্বামীর ১৪ শতাংশ এবং সন্তানের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত