সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় ঢুকে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মারধর করেছেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় অন্তত ২০ জনের আহত হয়েছেন। তাঁদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে আহতদের চিকিৎসা নেন আহতেরা। এর আগে ১১টার দিকে নরসিংহপুরের হামিম গ্রুপের নেক্সট কালেকশন্স লিমিটেড কারখানায় এ হামলার ঘটনা ঘটে।
কারখানার নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন, নিরাপত্তার দায়িত্বে থাকা কারখানার ১ নম্বর গেটের সিকিউরিটি ইনচার্জ নিতাই দেবনাথ গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে কারখানার নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
কারখানাটির কোয়ালিটি ইনচার্জ আহত মো. তাইজুল উদ্দিন বলেন, ‘আমরা প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলাম। কিন্তু কিছু লোকজন বাইরে থেকে আমাদের গেট ভেঙে এসে আমাদের মারধর করতে থাকে। আমাদের যেভাবে পেরেছে মারধর করছে।’
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন-উর-রশিদ বলেন, প্রায় ২০-২২ জন আহত ব্যক্তি আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের ভেতর যাদের অবস্থা বেশি খারাপ ৪-৫ জনের মতো তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে কারখানাটির পরিচালক সিহাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কারখানায় ঢুকে বাইরে থেকে শ্রমিকেরা হামলা চালিয়েছে। কারখানার ভেতর ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা। আমাদের ইডি (নির্বাহী পরিচালক) সাহাবুদ্দিন গুরুতর আহত হয়েছেন। তিনি আইসিইউতে আছেন, তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। আমরা খুব চিন্তিত।’
শিল্প পুলিশ-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বাইরে থেকে শ্রমিকেরা ইট-পাটকেল ছুড়েছে। আমাদের পুলিশ সেখানে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
উল্লেখ্য, সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকার দাবিতে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। আজ আশুলিয়ার জামগড়া ও সাভারের হেমায়েতপুরে পুলিশ ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটে। সর্বশেষ বেলা সাড়ে ১২টা থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।
সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় ঢুকে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মারধর করেছেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় অন্তত ২০ জনের আহত হয়েছেন। তাঁদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে আহতদের চিকিৎসা নেন আহতেরা। এর আগে ১১টার দিকে নরসিংহপুরের হামিম গ্রুপের নেক্সট কালেকশন্স লিমিটেড কারখানায় এ হামলার ঘটনা ঘটে।
কারখানার নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন, নিরাপত্তার দায়িত্বে থাকা কারখানার ১ নম্বর গেটের সিকিউরিটি ইনচার্জ নিতাই দেবনাথ গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে কারখানার নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
কারখানাটির কোয়ালিটি ইনচার্জ আহত মো. তাইজুল উদ্দিন বলেন, ‘আমরা প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলাম। কিন্তু কিছু লোকজন বাইরে থেকে আমাদের গেট ভেঙে এসে আমাদের মারধর করতে থাকে। আমাদের যেভাবে পেরেছে মারধর করছে।’
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন-উর-রশিদ বলেন, প্রায় ২০-২২ জন আহত ব্যক্তি আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের ভেতর যাদের অবস্থা বেশি খারাপ ৪-৫ জনের মতো তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে কারখানাটির পরিচালক সিহাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কারখানায় ঢুকে বাইরে থেকে শ্রমিকেরা হামলা চালিয়েছে। কারখানার ভেতর ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা। আমাদের ইডি (নির্বাহী পরিচালক) সাহাবুদ্দিন গুরুতর আহত হয়েছেন। তিনি আইসিইউতে আছেন, তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। আমরা খুব চিন্তিত।’
শিল্প পুলিশ-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বাইরে থেকে শ্রমিকেরা ইট-পাটকেল ছুড়েছে। আমাদের পুলিশ সেখানে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
উল্লেখ্য, সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকার দাবিতে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। আজ আশুলিয়ার জামগড়া ও সাভারের হেমায়েতপুরে পুলিশ ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটে। সর্বশেষ বেলা সাড়ে ১২টা থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।
পিরোজপুরের নেছারাবাদে অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। তাঁর ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।
৩৯ মিনিট আগেআধুনিকতার স্রোত থেকে অনেক দূরে, এখনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর একদল মানুষ প্রকৃতির আদিম জীবনযাত্রার ওপর নির্ভরশীল। ঠাকুরগাঁও সদরসহ জেলার পাঁচটি উপজেলায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষ পূর্বপুরুষদের পেশা আঁকড়ে ধরে শিকার করে জীবিকা নির্বাহ করছেন।
৪৩ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুরে তিন কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা আর শুকনা মৌসুমে ধুলাবালির ভেতর দিয়েই চলাচল করতে হয় তাদের। শুধু যাতায়াতই নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডও থমকে গেছে।
১ ঘণ্টা আগেপৌরসভার আরামবাগ, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, মেথর মোড়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাচীরঘেঁষা জায়গায় ফেলা হচ্ছে গৃহস্থালির ও বাজারের বর্জ্য। এসব জায়গায় নিয়মিত বর্জ্য অপসারণ না করায় ছড়াচ্ছে দুর্গন্ধ। তবে কোথাও কোথাও আংশিক বর্জ্য সরানো হলেও পুরোপুরি না করায় সমস্যা
১ ঘণ্টা আগে