Ajker Patrika

বিচারপতি নাজমুল আহসানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৫
বিচারপতি নাজমুল আহসানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

আইনমন্ত্রী আজ শুক্রবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চলতি বছরের ৮ জানুয়ারি বিচারপতি এফ আর এম নাজমুল আহসান আপিল বিভাগে নিয়োগ পান। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তিনি শপথ নিতে পারেননি।

২০১০ সালের ১৮ এপ্রিল বিচারপতি এফ আর এম নাজমুল আহসান হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এরপর ২০১২ সালের ১৫ এপ্রিল হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হন তিনি। 

আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি নাজমুল আহসান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত