Ajker Patrika

যাত্রীবাহী বাসচাপায় পথচারী নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১৬: ০৬
যাত্রীবাহী বাসচাপায় পথচারী নিহত

টাঙ্গাইলের সখীপুরে যাত্রীবাহী বাসচাপায় আবদুল করিম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের কচুয়া পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল করিম ওই এলাকার একুন আলীর ছেলে। তিনি চাতালকলের শ্রমিক ছিলেন।

নিহতের চাচাতো ভাই মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার ভাই আবদুল করিম সখীপুর থেকে বাড়ি ফেরার পথে সখীপুর-সাগরদীঘি সড়কের কচুয়া পেট্রলপাম্প এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন। এ সময় চন্দ্রা থেকে সাগরদীঘিগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান। 

সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, যাত্রীবাহী বাসটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইলে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত