Ajker Patrika

পাটুরিয়া লঞ্চঘাটের জেটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যাহত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
পাটুরিয়া লঞ্চঘাটে ধস। ছবি: আজকের পত্রিকা
পাটুরিয়া লঞ্চঘাটে ধস। ছবি: আজকের পত্রিকা

পদ্মা নদীর তীব্র স্রোতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি সম্পূর্ণরূপে ধসে পড়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ছাড়া ঘাটের আরেকটি জেটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় লঞ্চঘাটটি সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হয়ে থাকে। জেটি ধসে পড়ায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগ তৈরি হয়েছে।

লঞ্চমালিক উজ্জ্বল ফকির বলেন, আজ সকালে এই ঘটনার পর যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের জানানো হয়েছে। ইতিমধ্যে লঞ্চঘাটটি সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে এই সমস্যা দেখা দিলেও যথাসময়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয় না কর্তৃপক্ষ। চলতি বছরে আগাম প্রস্তুতির অভাবে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে পাটুরিয়া ঘাট।

বিআইডব্লিউটিএর আরিচা নদীবন্দরের উপপরিচালক মো. সেলিম শেখ বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমাদের একটি দল ঘটনাস্থলে গেছে। নদীতে তীব্র স্রোতের কারণে জেটির খুঁটির নিচের মাটি সরে যাচ্ছে। এর ফলে একটি জেটি ভেঙে গেছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে লঞ্চঘাটকে অস্থায়ীভাবে রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সেলিম শেখ আরও জানান, বর্ষাকাল হওয়ায় তাৎক্ষণিক মেরামত সম্ভব নয়। ধসে যাওয়া জেটিগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে এবং বর্ষা শেষে উপযোগী পরিবেশ তৈরি হলে স্থায়ীভাবে মেরামত করে পুনর্ব্যবহারযোগ্য করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত