Ajker Patrika

ভোট শেষে তারা মেতেছে পোস্টার ছেঁড়ার আনন্দে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২১: ১৪
ভোট শেষে তারা মেতেছে পোস্টার ছেঁড়ার আনন্দে

ঘড়ির কাঁটায় ঠিক ৪ টা। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদানে নির্ধারিত সময় শেষ। মানুষের ভিড়ে মুখরিত ভোট কেন্দ্রের চারপাশ। যখন ভোট প্রদান শেষে গণনা ও ফলের জন্য অধীর অপেক্ষায় প্রার্থী ও সমর্থকেরা, তখন একদল শিশু মেতেছে রাস্তায় টাঙানো পোস্টার ছেঁড়ার আনন্দে। রীতিমতো হইচই করে তাঁরা মেতেছে এই কাজে। প্রতিযোগিতা চলছে, কার আগে কে ছিঁড়বে। 

মানিকগঞ্জ ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের, গোয়ালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে আজ রোববার শিশুরা এভাবেই মেতে উঠেছিল পোস্টার ছেঁড়া এই প্রতিযোগিতায়। 

ভোট শেষ হতেই পোস্টার ছেঁড়ার আনন্দে শিশুরাশিশু আলামিন, তোহুরা, সাথি আক্তার জানায়, কয়েক দিন ধরেই তারা চেষ্টা করছে এই পোস্টারগুলো নেওয়ার। কিন্তু বাড়ির সবাই বলছে নির্বাচনের দিন বিকেলে নেওয়ার জন্য। এই কয়দিন অপেক্ষায় ছিল তারা। এখন তো ভোট শেষ হতেই নেমে পড়েছে তারা। অনেকগুলো পোস্টার পেয়েছে। অনেক আনন্দ লাগছে তাদের। 

তাদের সঙ্গে আরও কথা বলতে চাইলে তারা বলে, 'পরে কথা বলুম। এখন পোস্টার নিমে।' 

জানা যায়, এই পোস্টার জমিয়ে অনেকে মুদি দোকানে কেজি দরে বিক্রি করবে। কেউ পোস্টারের পেছনের সাদা দিক ব্যবহার করে বানাবে লেখার খাতা; আবার কেউ মায়ের রান্নার কাজে জ্বালানির নিয়ে যাচ্ছে। শিশুদের এই আনন্দের সঙ্গে শরিক হতে দেখা যায় অনেক অভিভাবকদেরও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত