ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘড়ির কাঁটায় ঠিক ৪ টা। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদানে নির্ধারিত সময় শেষ। মানুষের ভিড়ে মুখরিত ভোট কেন্দ্রের চারপাশ। যখন ভোট প্রদান শেষে গণনা ও ফলের জন্য অধীর অপেক্ষায় প্রার্থী ও সমর্থকেরা, তখন একদল শিশু মেতেছে রাস্তায় টাঙানো পোস্টার ছেঁড়ার আনন্দে। রীতিমতো হইচই করে তাঁরা মেতেছে এই কাজে। প্রতিযোগিতা চলছে, কার আগে কে ছিঁড়বে।
মানিকগঞ্জ ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের, গোয়ালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে আজ রোববার শিশুরা এভাবেই মেতে উঠেছিল পোস্টার ছেঁড়া এই প্রতিযোগিতায়।
শিশু আলামিন, তোহুরা, সাথি আক্তার জানায়, কয়েক দিন ধরেই তারা চেষ্টা করছে এই পোস্টারগুলো নেওয়ার। কিন্তু বাড়ির সবাই বলছে নির্বাচনের দিন বিকেলে নেওয়ার জন্য। এই কয়দিন অপেক্ষায় ছিল তারা। এখন তো ভোট শেষ হতেই নেমে পড়েছে তারা। অনেকগুলো পোস্টার পেয়েছে। অনেক আনন্দ লাগছে তাদের।
তাদের সঙ্গে আরও কথা বলতে চাইলে তারা বলে, 'পরে কথা বলুম। এখন পোস্টার নিমে।'
জানা যায়, এই পোস্টার জমিয়ে অনেকে মুদি দোকানে কেজি দরে বিক্রি করবে। কেউ পোস্টারের পেছনের সাদা দিক ব্যবহার করে বানাবে লেখার খাতা; আবার কেউ মায়ের রান্নার কাজে জ্বালানির নিয়ে যাচ্ছে। শিশুদের এই আনন্দের সঙ্গে শরিক হতে দেখা যায় অনেক অভিভাবকদেরও।
ঘড়ির কাঁটায় ঠিক ৪ টা। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদানে নির্ধারিত সময় শেষ। মানুষের ভিড়ে মুখরিত ভোট কেন্দ্রের চারপাশ। যখন ভোট প্রদান শেষে গণনা ও ফলের জন্য অধীর অপেক্ষায় প্রার্থী ও সমর্থকেরা, তখন একদল শিশু মেতেছে রাস্তায় টাঙানো পোস্টার ছেঁড়ার আনন্দে। রীতিমতো হইচই করে তাঁরা মেতেছে এই কাজে। প্রতিযোগিতা চলছে, কার আগে কে ছিঁড়বে।
মানিকগঞ্জ ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের, গোয়ালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে আজ রোববার শিশুরা এভাবেই মেতে উঠেছিল পোস্টার ছেঁড়া এই প্রতিযোগিতায়।
শিশু আলামিন, তোহুরা, সাথি আক্তার জানায়, কয়েক দিন ধরেই তারা চেষ্টা করছে এই পোস্টারগুলো নেওয়ার। কিন্তু বাড়ির সবাই বলছে নির্বাচনের দিন বিকেলে নেওয়ার জন্য। এই কয়দিন অপেক্ষায় ছিল তারা। এখন তো ভোট শেষ হতেই নেমে পড়েছে তারা। অনেকগুলো পোস্টার পেয়েছে। অনেক আনন্দ লাগছে তাদের।
তাদের সঙ্গে আরও কথা বলতে চাইলে তারা বলে, 'পরে কথা বলুম। এখন পোস্টার নিমে।'
জানা যায়, এই পোস্টার জমিয়ে অনেকে মুদি দোকানে কেজি দরে বিক্রি করবে। কেউ পোস্টারের পেছনের সাদা দিক ব্যবহার করে বানাবে লেখার খাতা; আবার কেউ মায়ের রান্নার কাজে জ্বালানির নিয়ে যাচ্ছে। শিশুদের এই আনন্দের সঙ্গে শরিক হতে দেখা যায় অনেক অভিভাবকদেরও।
রাজধানীর রামপুরায় তেলের লরির ধাক্কায় নাজমুল ইসলাম (৪৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা ব্রিজের ওপরে ঘটনাটি ঘটে।
২৯ মিনিট আগেচট্টগ্রামের খুলশী থানা-পুলিশ অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়্যারলেস বার্তা ফাঁস করার অভিযোগে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত অমি দাশ পুলিশ টেলিটক ইউনিটের কনস্টেবল।
১ ঘণ্টা আগেযশোরের শার্শায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে অভিযুক্ত যুবকের পুরুষাঙ্গ কেটে নিজেকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে শার্শা থানা-পুলিশ অভিযুক্ত ধর্ষণচেষ্টাকারী মুবায়দুল রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে। তিনি শার্শার পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ বেশ কিছু প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে মারা যাচ্ছে বিলের মাছ। গত কয়েক দিন ধরে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামে বিলের পানিতে মাছগুলো ভেসে উঠতে থাকে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৎস্যচাষি আব্দুল আলীম সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর
২ ঘণ্টা আগে