প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের হরিরামপুর আন্ধারমানিক এবং ঝিটকা থেকে ট্রাক, পিকআপ, অটো বাইক, টেম্পোতে করে তিনগুণ বেশি ভাড়া দিয়ে কর্মক্ষেত্রে ফিরছে গার্মেন্টসকর্মীরা। গণপরিবহন বন্ধ থাকায় কর্মক্ষেত্রে যেতে দুর্ভোগে পড়েছেন তাঁরা। উপজেলার চরাঞ্চলের ৩টি ইউনিয়নের গার্মেন্টসকর্মীরা ট্রলারে করে ঘাটে এসেছেন। সেখান থেকে হ্যালোবাইক, টেম্পো, অটোতে করে তিন গুন ভাড়া বেশি দিয়ে কর্মস্থলে ফিরছেন।
গার্মেন্টস কর্মীরা জানান, ভাড়া বেশি হলেও কর্মক্ষেত্রে ফিরতে হবে। গার্মেন্টসকর্মীদের জন্য হলেও কিছু পরিবহন ছাড়া উচিত।
মানিকনগর এলাকার হানিফ নামে এক যাত্রী জানান, গাজীপুরের টঙ্গীর তাজ প্যাকেজিংয়ে চাকরি করে তিনি। এক ঘণ্টা ধরে ঝিটকার হরিরামপুর মোড়ে অটো বাইক, হ্যালো বাইক ও টেম্পোর জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোন গাড়ি পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও ঝিটকা থেকে মানিকগঞ্জ বেউথা এলাকার ৪০ টাকার ভাড়া টেম্পো মালিক চাচ্ছেন জনপ্রতি ১৫০ করে।
রফিকুল নামের আরেক যাত্রী বলেন, কাল থেকে অফিস খোলা। তাই যেভাবেই হোক ঢাকায় যেতেই হবে। ঝিটকাতে এক ঘণ্টা ধরে বসে আছি। অটো, সিএনজি কিছুই পাচ্ছি না। দু'একটা অটো আসলেও ভাড়া তিনগুণ বেশি চাচ্ছেন।
দেবা নামক হ্যালোবাইক চালক বলেন, যাত্রীর অনেক চাপ। হ্যালোবাইকে কম লোক নিয়ে যাব। তাই ভাড়া বেশি নিচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ভাড়া বেশি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের হরিরামপুর আন্ধারমানিক এবং ঝিটকা থেকে ট্রাক, পিকআপ, অটো বাইক, টেম্পোতে করে তিনগুণ বেশি ভাড়া দিয়ে কর্মক্ষেত্রে ফিরছে গার্মেন্টসকর্মীরা। গণপরিবহন বন্ধ থাকায় কর্মক্ষেত্রে যেতে দুর্ভোগে পড়েছেন তাঁরা। উপজেলার চরাঞ্চলের ৩টি ইউনিয়নের গার্মেন্টসকর্মীরা ট্রলারে করে ঘাটে এসেছেন। সেখান থেকে হ্যালোবাইক, টেম্পো, অটোতে করে তিন গুন ভাড়া বেশি দিয়ে কর্মস্থলে ফিরছেন।
গার্মেন্টস কর্মীরা জানান, ভাড়া বেশি হলেও কর্মক্ষেত্রে ফিরতে হবে। গার্মেন্টসকর্মীদের জন্য হলেও কিছু পরিবহন ছাড়া উচিত।
মানিকনগর এলাকার হানিফ নামে এক যাত্রী জানান, গাজীপুরের টঙ্গীর তাজ প্যাকেজিংয়ে চাকরি করে তিনি। এক ঘণ্টা ধরে ঝিটকার হরিরামপুর মোড়ে অটো বাইক, হ্যালো বাইক ও টেম্পোর জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোন গাড়ি পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও ঝিটকা থেকে মানিকগঞ্জ বেউথা এলাকার ৪০ টাকার ভাড়া টেম্পো মালিক চাচ্ছেন জনপ্রতি ১৫০ করে।
রফিকুল নামের আরেক যাত্রী বলেন, কাল থেকে অফিস খোলা। তাই যেভাবেই হোক ঢাকায় যেতেই হবে। ঝিটকাতে এক ঘণ্টা ধরে বসে আছি। অটো, সিএনজি কিছুই পাচ্ছি না। দু'একটা অটো আসলেও ভাড়া তিনগুণ বেশি চাচ্ছেন।
দেবা নামক হ্যালোবাইক চালক বলেন, যাত্রীর অনেক চাপ। হ্যালোবাইকে কম লোক নিয়ে যাব। তাই ভাড়া বেশি নিচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ভাড়া বেশি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
১ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগে