Ajker Patrika

জাবিতে আন্তবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সরকার ও রাজনীতি বিভাগ 

জাবি প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৯: ৩০
জাবিতে আন্তবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সরকার ও রাজনীতি বিভাগ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় সরকার ও রাজনীতি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে মার্কেটিং বিভাগ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সরকার ও রাজনীতি বিভাগ ৬০ রানে মার্কেটিং বিভাগকে পরাজিত করে। 

জানা যায়, মার্কেটিং বিভাগ টসে জিতে সরকার ও রাজনীতি বিভাগকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সরকার ও রাজনীতি বিভাগ নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৩ রান করে। এতে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর ২৫ বলে ৫২ রান করেন। জবাবে মার্কেটিং বিভাগ ৪ উইকেটে ৫৩ রান করতে সমর্থ হয়। 

খেলে শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। ছবি: আজকের পত্রিকাফাইনালে ম্যান অব দা ম্যাচ হিসেবে মনোনীত হয় সরকার ও রাজনীতি বিভাগের তানভীর। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের তালহা। 

খেলে শেষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এ সময় প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত