সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের তেঁতুলঝোড়া এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মা দৌড়ে সরে যেতে পারলেও তাঁর চোখের সামনেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাত বছরের শিশু সাদিয়ার।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সাভারের হেমায়েতপুর যাদুরচর ভূঁইয়া বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন। শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে নিহত সাদিয়া গাইবান্ধা জেলার সাঘাটা থানার সাইদুল ইসলামের মেয়ে। সাইদুল ইসলাম ঢাকায় রিকশাচালক।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির মা দুপুরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায়। দরজার সামনে ফাঁকা জায়গা থাকায় চুলার আগুন রুমের বাইরে ছড়ায়নি। এ সময় সাদিয়া কক্ষের ভেতর খাটের ওপর খেলছিল। সাদিয়ার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের তীব্রতায় ঘরে কেউ ঢুকতে না পারায় সাদিয়া ভেতরেই অগ্নিদগ্ধ হয়।
ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই আগুন নিভে গিয়েছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে রুমের ভেতর ঢুকে পড়ে। রুম বদ্ধ ছিল। সাদিয়ার মা বাইরে সরে যেতে পারলেও বাচ্চাটি মারা যায়।’
সাভার মডেল থানাধীন ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবার গ্রহণ করতে চেয়েছে, সেভাবে একটি আবেদনও তারা দেবে বলে জানিয়েছে। তাঁদের আবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’
সাভারের তেঁতুলঝোড়া এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মা দৌড়ে সরে যেতে পারলেও তাঁর চোখের সামনেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাত বছরের শিশু সাদিয়ার।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সাভারের হেমায়েতপুর যাদুরচর ভূঁইয়া বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন। শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে নিহত সাদিয়া গাইবান্ধা জেলার সাঘাটা থানার সাইদুল ইসলামের মেয়ে। সাইদুল ইসলাম ঢাকায় রিকশাচালক।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির মা দুপুরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায়। দরজার সামনে ফাঁকা জায়গা থাকায় চুলার আগুন রুমের বাইরে ছড়ায়নি। এ সময় সাদিয়া কক্ষের ভেতর খাটের ওপর খেলছিল। সাদিয়ার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের তীব্রতায় ঘরে কেউ ঢুকতে না পারায় সাদিয়া ভেতরেই অগ্নিদগ্ধ হয়।
ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই আগুন নিভে গিয়েছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে রুমের ভেতর ঢুকে পড়ে। রুম বদ্ধ ছিল। সাদিয়ার মা বাইরে সরে যেতে পারলেও বাচ্চাটি মারা যায়।’
সাভার মডেল থানাধীন ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবার গ্রহণ করতে চেয়েছে, সেভাবে একটি আবেদনও তারা দেবে বলে জানিয়েছে। তাঁদের আবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর সদর উপজেলার কচুয়া ও বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার বুক চিরে উত্তর-দক্ষিণে বয়ে গেছে ভৈরব নদ। নদের পশ্চিমে কচুয়া ইউনিয়ন। পূর্বে বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়ন। ছাতিয়ানতলা বাজারের পাশেই এই নদীর ওপরে জরাজীর্ণ সেতুটি ছিল দুটি ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের যাতায়াতের ভরসা।
৫ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থানে আহত সেই সানজিদা আহমেদ তন্বীসহ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে লড়বে ১১ জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
১ ঘণ্টা আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
২ ঘণ্টা আগে