মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ভয়ভীতি দেখিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবন, টিনের ঘর এবং গাছ নিলামের দরপত্র বা শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ মার্চ নিলাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মানিকগঞ্জর সদর উপজেলাধীন অন্তর্গত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো, অকেজো, জরাজীর্ণ ভবন, টিনের ঘর এবং গাছ নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ মার্চ থেকে শিডিউল ক্রয় শুরু হয়ে ২৪ মার্চ বিকেল ৩টা পর্যন্ত শিডিউল বিক্রয় শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে ২৪৪টি শিডিউল বিক্রয় হয়ে আজ ২৫ মার্চ বিকেল ৩টা পর্যন্ত ৬২টি শিডিউল জমা হওয়ার তথ্য পাওয়া গেছে।
শিডিউল ক্রয় করে জমা দিতে পারেননি জাহিদুর রহমান নামের এমন একজন ঠিকাদার অভিযোগ করে বলেন, ‘আমি পূর্ব দাশড়া, চরমত্ত এবং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শিডিউল ক্রয় করেছিলাম। কিন্তু ২৪ মার্চ সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল এবং জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার ছোট ভাই আল রাফি আমাকে ফোন করেন।
‘‘তাঁরা কথা আছে জানিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান ইসরাফিল সাহেবের অফিসে ডেকে নিয়ে যান। এরপর তাঁরা আমার কাছ থেকে তিনটি শিডিউল জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং বিষয়টি নিয়ে আমি যেন কারও সঙ্গে আলোচনা না করি জানিয়ে আমাকে হুমকি দেয়। শুধু আমার শিডিউল নয়, আমার মতো আরও যারা শিডিউল ক্রয় করেছে প্রায় সবার কাছ থেকে শিডিউল তারা নিয়ে গেছে।’’
সাজু নামের আরেক ঠিকাদার বলেন, ‘প্রভাবশালী এসব সিন্ডিকেটের কারণে কাজ করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করার সুযোগ নেই বলে আমি শিডিউল ক্রয় করিনি।’
আজ সোমবার বেলা ১টার দিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ নেতা এনামুল হক রুবেল, যুবলীগ নেতা আল রাফি, আবদুল্লাহ আল মামুনসহ ১৫ থেকে ২০ জন যুবলীগ নেতা তাঁদের শিডিউল জমা দিয়ে শিক্ষা অফিসের বারান্দায় শিডিউল বক্সের সামনে বসে আছে। তাঁদের ভয়ে আর যারা শিডিউল ক্রয় করেছিলেন তাঁরা কেউ অফিসে আসেননি। এ সময় গণমাধ্যমকর্মীরা পরিস্থিতি ভিডিও করতে গেলে তাঁরা বাধা দেন।
অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগ নেতা এনামুল হক রুবেল বলেন, ‘শিডিউল ছিনতাইয়ের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, এ রকম কোনো ঘটনাই ঘটেনি। কাউকে বাধা দেওয়া হচ্ছে না। যারা এ রকম অভিযোগ করেছে এবং যে এটা নিয়ে নিউজ করবে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।’
এদিকে শিডিউল জমাদানের নির্দিষ্ট সময়ের পর নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা জানান, নিলাম বিজ্ঞপ্তির পর ২৪৪টি শিডিউল বিক্রয় হলেও শিডিউল জমা পড়েছে মাত্র ৬২টি। কিছু শিডিউল বাতিল হয়েছে এবং অধিকাংশগুলোই জমা পড়েনি। সকাল থেকে সরকারি দলীয় যুবলীগের নেতা–কর্মীরা অফিস ঘিরে বসে থাকায় যারা শিডিউল ক্রয় করেছিলেন তাঁরা কেউ জমা দিতে আসেনি।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোয়াজ্জেম হোসেন জানান, শিডিউল জমা দেওয়া নিয়ে কোনো সমস্যা আমাদের নজরে পড়েনি। কাউকে শিডিউল জমাদানে বাধা দেওয়া হয়েছে কি না সেটাও কেউ জানায়নি। অফিসের আশপাশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবরে আমরা পাইনি।
এ বিষয়ে নিলাম কমিটির সভাপতি এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালি সাংবাদিকদের জানান, শিডিউল ছিনতাইয়ের বিষয়টি তারা জানা নেই। শিডিউল ছিনতাইয়ের বিষয়টি তাকে কেউ জানায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে দরদাতাকে পূর্ণ সহযোগিতা করার কথা জানান তিনি।
মানিকগঞ্জে ভয়ভীতি দেখিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবন, টিনের ঘর এবং গাছ নিলামের দরপত্র বা শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ মার্চ নিলাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মানিকগঞ্জর সদর উপজেলাধীন অন্তর্গত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো, অকেজো, জরাজীর্ণ ভবন, টিনের ঘর এবং গাছ নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ মার্চ থেকে শিডিউল ক্রয় শুরু হয়ে ২৪ মার্চ বিকেল ৩টা পর্যন্ত শিডিউল বিক্রয় শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে ২৪৪টি শিডিউল বিক্রয় হয়ে আজ ২৫ মার্চ বিকেল ৩টা পর্যন্ত ৬২টি শিডিউল জমা হওয়ার তথ্য পাওয়া গেছে।
শিডিউল ক্রয় করে জমা দিতে পারেননি জাহিদুর রহমান নামের এমন একজন ঠিকাদার অভিযোগ করে বলেন, ‘আমি পূর্ব দাশড়া, চরমত্ত এবং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শিডিউল ক্রয় করেছিলাম। কিন্তু ২৪ মার্চ সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল এবং জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার ছোট ভাই আল রাফি আমাকে ফোন করেন।
‘‘তাঁরা কথা আছে জানিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান ইসরাফিল সাহেবের অফিসে ডেকে নিয়ে যান। এরপর তাঁরা আমার কাছ থেকে তিনটি শিডিউল জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং বিষয়টি নিয়ে আমি যেন কারও সঙ্গে আলোচনা না করি জানিয়ে আমাকে হুমকি দেয়। শুধু আমার শিডিউল নয়, আমার মতো আরও যারা শিডিউল ক্রয় করেছে প্রায় সবার কাছ থেকে শিডিউল তারা নিয়ে গেছে।’’
সাজু নামের আরেক ঠিকাদার বলেন, ‘প্রভাবশালী এসব সিন্ডিকেটের কারণে কাজ করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করার সুযোগ নেই বলে আমি শিডিউল ক্রয় করিনি।’
আজ সোমবার বেলা ১টার দিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ নেতা এনামুল হক রুবেল, যুবলীগ নেতা আল রাফি, আবদুল্লাহ আল মামুনসহ ১৫ থেকে ২০ জন যুবলীগ নেতা তাঁদের শিডিউল জমা দিয়ে শিক্ষা অফিসের বারান্দায় শিডিউল বক্সের সামনে বসে আছে। তাঁদের ভয়ে আর যারা শিডিউল ক্রয় করেছিলেন তাঁরা কেউ অফিসে আসেননি। এ সময় গণমাধ্যমকর্মীরা পরিস্থিতি ভিডিও করতে গেলে তাঁরা বাধা দেন।
অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগ নেতা এনামুল হক রুবেল বলেন, ‘শিডিউল ছিনতাইয়ের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, এ রকম কোনো ঘটনাই ঘটেনি। কাউকে বাধা দেওয়া হচ্ছে না। যারা এ রকম অভিযোগ করেছে এবং যে এটা নিয়ে নিউজ করবে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।’
এদিকে শিডিউল জমাদানের নির্দিষ্ট সময়ের পর নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা জানান, নিলাম বিজ্ঞপ্তির পর ২৪৪টি শিডিউল বিক্রয় হলেও শিডিউল জমা পড়েছে মাত্র ৬২টি। কিছু শিডিউল বাতিল হয়েছে এবং অধিকাংশগুলোই জমা পড়েনি। সকাল থেকে সরকারি দলীয় যুবলীগের নেতা–কর্মীরা অফিস ঘিরে বসে থাকায় যারা শিডিউল ক্রয় করেছিলেন তাঁরা কেউ জমা দিতে আসেনি।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোয়াজ্জেম হোসেন জানান, শিডিউল জমা দেওয়া নিয়ে কোনো সমস্যা আমাদের নজরে পড়েনি। কাউকে শিডিউল জমাদানে বাধা দেওয়া হয়েছে কি না সেটাও কেউ জানায়নি। অফিসের আশপাশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবরে আমরা পাইনি।
এ বিষয়ে নিলাম কমিটির সভাপতি এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালি সাংবাদিকদের জানান, শিডিউল ছিনতাইয়ের বিষয়টি তারা জানা নেই। শিডিউল ছিনতাইয়ের বিষয়টি তাকে কেউ জানায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে দরদাতাকে পূর্ণ সহযোগিতা করার কথা জানান তিনি।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৭ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৩ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৫ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১৬ মিনিট আগে