Ajker Patrika

টঙ্গীতে অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৩৯
টঙ্গীতে অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে পিস্তলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে টঙ্গীর হাজি মাজার বস্তি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতের নাম নূরুল ইসলাম (৩৪)। তিনি ওই এলাকার হারুন মিয়ার ছেলে। 

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, রোববার ভোরে মাজার বস্তি এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে নূরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছে থাকা ১ হাজার ৫০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ সময় তাঁর দেওয়া তথ্যমতে বস্তির একটি ঘর থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। তিনি আরও জানান, নূরুল ইসলাম টঙ্গীর বিভিন্ন স্থানে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত