Ajker Patrika

যাত্রীর অভাবে বন্ধ লঞ্চ, যানবাহন ছাড়াই পদ্মা পাড়ি দিল ফাঁকা ফেরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১১: ১০
যাত্রীর অভাবে বন্ধ লঞ্চ, যানবাহন ছাড়াই পদ্মা পাড়ি দিল ফাঁকা ফেরি

দীর্ঘ ২৫ দিন পর যানবাহন ছাড়াই শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে একটি ফেরি পদ্মা পাড়ি দিয়েছে। তবে যানবাহন না থাকায় ফেরিটি ফাঁকাই ছিল। এদিকে যাত্রীর অভাবে শিমুলিয়া ঘাট থেকে আজ বৃহস্পতিবার সকালে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। 

বৃহস্পতিবার সকালে ফাঁকা ফেরি কুমিল্লা মাঝিকান্দি ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসে। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিইটিসি) শিমুলিয়া ঘাটের কর্মকর্তারা জানান, ঘাটে পর্যাপ্ত যানবাহন এলে এই রুটে ফেরি চলবে। 

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, সকালে ওপার (মাঝিকান্দি ঘাট) থেকে ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাটে আসে। কিন্তু ফেরিতে কোনো যানবাহন ছিল না। গত ঈদের সময় কিছু মোটরসাইকেল নিয়ে ফেরিটি ওপারে গিয়েছিল। তবে নাব্যসংকটে আর ফিরতে পারেনি। এখন ড্রেজিং করে নাব্যসংকট দূর করা হয়েছে। 

ফয়সাল জানান, এই রুটে এখন তিনটি ফেরি চলাচলের জন্য রয়েছে। কিন্তু ঘাটে কোনো যানবাহন আসেনি। ঘাটে যদি যানবাহন আসে তাহলে ফেরি চলবে। 

এদিকে যাত্রীর অভাবে লঞ্চও চলছে না এই রুটে। বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, ঘাটে কোনো যাত্রী নেই, যার কারণে সকাল থেকে কোনো লঞ্চ চলেনি। যাত্রী এলে লঞ্চ ছাড়বে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত