Ajker Patrika

ট্রলারডুবির ৪০ ঘণ্টা পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৬: ১৬
ট্রলারডুবির ৪০ ঘণ্টা পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ট্রলারডুবির ৪০ ঘণ্টা পর ডহুরী খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মালখানাগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের তালতলা-ডহুরী খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. সেলিম (২৬)। তিনি উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ খানের ছেলে।

জানা যায়, গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠে আসেন। সাঁতার না জানায় সেলিম পানিতে তলিয়ে যান।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ‘সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে সেলিমের মরদেহ খাল থেকে উদ্ধার করি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত