Ajker Patrika

উত্তরায় পিকআপের চাপায় র‍্যাব সদস্য গুরুতর আহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরায় পিকআপের চাপায় র‍্যাব সদস্য গুরুতর আহত

রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের চাপায় সুজন নামে একজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ রোববার রাত আনুমানিক ৯টার দিকে উত্তরার জসিম উদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে ট্রাফিক পুলিশ সদস্যরা ওই পিকআপটি (ঢাকা মেট্রো ন- ২০-১৩-২০) আটক করে থানা-পুলিশকে বুঝিয়ে দিয়েছে। তবে ড্রাইভার-হেলপার পালিয়েছে।

জানা গেছে, আহত সুজন র‍্যাব-১ এ কর্মরত আছেন। তিনি একজন সেনাবাহিনীর সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানা পুলিশ।

এ বিষয়ে জসিম উদ্দিনে ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত টিআই মো. ইউনুস মিয়া আখন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের জসিম উদ্দিন ফ্লাইওভারের মুখে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে চাপায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালক ও হেলপার পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি রেকার করে উত্তরা পূর্ব থানার এসআই পলাশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

টিআই ইউনুস মিয়া বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা কয়েকজন জানিয়েছেন-আহত ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় দ্রুতগামী পিকআপ ভ্যানটি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।’

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আহত ওই ব্যক্তির নাম সুজন। তিনি সেনা সদস্য। বর্তমানে র‍্যাব-১ এ কর্মরত রয়েছেন। তাকে র‍্যাব-১ এর সদস্যরা চিকিৎসার জন্য নিয়ে গেছেন।’

র‍্যাব-১ সূত্রে জানা গেছে, গুরুতর আহত ওই র‍্যাব সদস্যকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত