উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের চাপায় সুজন নামে একজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ রোববার রাত আনুমানিক ৯টার দিকে উত্তরার জসিম উদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ট্রাফিক পুলিশ সদস্যরা ওই পিকআপটি (ঢাকা মেট্রো ন- ২০-১৩-২০) আটক করে থানা-পুলিশকে বুঝিয়ে দিয়েছে। তবে ড্রাইভার-হেলপার পালিয়েছে।
জানা গেছে, আহত সুজন র্যাব-১ এ কর্মরত আছেন। তিনি একজন সেনাবাহিনীর সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানা পুলিশ।
এ বিষয়ে জসিম উদ্দিনে ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত টিআই মো. ইউনুস মিয়া আখন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের জসিম উদ্দিন ফ্লাইওভারের মুখে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে চাপায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালক ও হেলপার পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি রেকার করে উত্তরা পূর্ব থানার এসআই পলাশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
টিআই ইউনুস মিয়া বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা কয়েকজন জানিয়েছেন-আহত ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় দ্রুতগামী পিকআপ ভ্যানটি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।’
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আহত ওই ব্যক্তির নাম সুজন। তিনি সেনা সদস্য। বর্তমানে র্যাব-১ এ কর্মরত রয়েছেন। তাকে র্যাব-১ এর সদস্যরা চিকিৎসার জন্য নিয়ে গেছেন।’
র্যাব-১ সূত্রে জানা গেছে, গুরুতর আহত ওই র্যাব সদস্যকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের চাপায় সুজন নামে একজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ রোববার রাত আনুমানিক ৯টার দিকে উত্তরার জসিম উদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ট্রাফিক পুলিশ সদস্যরা ওই পিকআপটি (ঢাকা মেট্রো ন- ২০-১৩-২০) আটক করে থানা-পুলিশকে বুঝিয়ে দিয়েছে। তবে ড্রাইভার-হেলপার পালিয়েছে।
জানা গেছে, আহত সুজন র্যাব-১ এ কর্মরত আছেন। তিনি একজন সেনাবাহিনীর সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানা পুলিশ।
এ বিষয়ে জসিম উদ্দিনে ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত টিআই মো. ইউনুস মিয়া আখন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের জসিম উদ্দিন ফ্লাইওভারের মুখে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে চাপায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালক ও হেলপার পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি রেকার করে উত্তরা পূর্ব থানার এসআই পলাশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
টিআই ইউনুস মিয়া বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা কয়েকজন জানিয়েছেন-আহত ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় দ্রুতগামী পিকআপ ভ্যানটি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।’
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আহত ওই ব্যক্তির নাম সুজন। তিনি সেনা সদস্য। বর্তমানে র্যাব-১ এ কর্মরত রয়েছেন। তাকে র্যাব-১ এর সদস্যরা চিকিৎসার জন্য নিয়ে গেছেন।’
র্যাব-১ সূত্রে জানা গেছে, গুরুতর আহত ওই র্যাব সদস্যকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিরোজপুরের নেছারাবাদে অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। তাঁর ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।
৩৭ মিনিট আগেআধুনিকতার স্রোত থেকে অনেক দূরে, এখনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর একদল মানুষ প্রকৃতির আদিম জীবনযাত্রার ওপর নির্ভরশীল। ঠাকুরগাঁও সদরসহ জেলার পাঁচটি উপজেলায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষ পূর্বপুরুষদের পেশা আঁকড়ে ধরে শিকার করে জীবিকা নির্বাহ করছেন।
৪১ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুরে তিন কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা আর শুকনা মৌসুমে ধুলাবালির ভেতর দিয়েই চলাচল করতে হয় তাদের। শুধু যাতায়াতই নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডও থমকে গেছে।
১ ঘণ্টা আগেপৌরসভার আরামবাগ, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, মেথর মোড়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাচীরঘেঁষা জায়গায় ফেলা হচ্ছে গৃহস্থালির ও বাজারের বর্জ্য। এসব জায়গায় নিয়মিত বর্জ্য অপসারণ না করায় ছড়াচ্ছে দুর্গন্ধ। তবে কোথাও কোথাও আংশিক বর্জ্য সরানো হলেও পুরোপুরি না করায় সমস্যা
১ ঘণ্টা আগে