Ajker Patrika

গার্মেন্টস শ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণায় ৩০ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গার্মেন্টস শ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণায় ৩০ দিনের আলটিমেটাম

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার জন্য ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। 

সমাবেশে বক্তারা বলেন, মালিক ও সরকার পক্ষ আসন্ন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে শ্রমিকদের মজুরি নামমাত্র বৃদ্ধির চক্রান্ত চালাচ্ছে। শ্রমিক নেতারা বলেন, অতি চালাকির ফল হিসেবে মালিক ও সরকারের ‘আম ও ছালা’ উভয়ই হারাতে হবে। 

সমাবেশে গার্মেন্টস টিইউসির সভাপতি মন্টু ঘোষ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে মাসব্যাপী সকল শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে গার্মেন্টস শ্রমিকের মজুরি বৃদ্ধি না হলে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বর্তমান বাজারে অন্তত ২৫ হাজার টাকার কম মজুরিতে কারও পক্ষে বাঁচা সম্ভব নয়। 

সমাবেশে গার্মেন্টস টিইউসির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, প্রায় পাঁচ বছর আগে বাজার পরিস্থিতি ও শ্রমিকপক্ষের দাবি উপেক্ষা করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। মুদ্রাস্ফীতির হার সম্পর্কে সরকারি বয়ান অনুসারেই এ কথা নির্দ্বিধায় বলা যায়, বর্তমান বাজারে শ্রমিকের প্রকৃত মজুরি প্রায় অর্ধেকে নেমেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের জীবনে নীরব দুর্ভিক্ষের পূর্বাভাস দেখা যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতীতের সকল নজির অতিক্রম করেছে। শ্রমিকের জীবন বাঁচানোর পদক্ষেপ হিসেবেই সরকারকে অবিলম্বে মজুরি বৃদ্ধির ঘোষণা দিতে হবে। 

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহানের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে আরও বক্তব্য রাখেন—গার্মেন্টস টিইউসির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহসভাপতি জলি তালুকদার, জিয়াউল কবির খোকন, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম বাবুল, শাহীন আলম, উত্তরার চৈতি গ্রুপ শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, তাজরিন কারখানার আহত শ্রমিক নাসিমা আক্তার, আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত