Ajker Patrika

টঙ্গীতে বেতন ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে বেতন ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে পাওনা বেতন ভাতার পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে জিভি জিন্স ফ্যাশন নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কলেজগেট এলাকায় অবস্থান নেন। 

কারখানা সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী শনিবার কারখানার শ্রমিকদের গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন এবং ঈদ উল ফিতরের বোনাস পরিশোধের কথা ছিল। সকালে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকেরা। পরে বেতন পরিশোধে বিষয়টি কারখানা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে এ নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি তারা। পরে শ্রমিকেরা কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। সকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কলেজগেট এলাকায় গিয়ে অবস্থান নেন। এতে ঢাকা থেকে গাজীপুরগামী সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের দেওয়া আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় শ্রমিকেরা। পরে কারখানায় অবস্থান নেন তাঁরা। 

কারখানা শ্রমিক আওয়াল বলেন, ‘গত দুই মাসের (ফেব্রুয়ারি, মার্চ) বেতন ও ঈদ বোনাস আজ শনিবার দেওয়ার কথা ছিল। সকাল থেকেই কারখানা মালিকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এখন বিকেল ৩টা বাজে, আমরা কারখানার ভেতরে বসে আছি।’ 

এ বিষয়ে জানতে কারখানার মালিক মো. মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মোহাম্মদ ওসমান গনি বলেন, ‘বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছিল। আমরা শ্রমিকদের বেতন পাইয়ে দিতে আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে কারখানায় ফিরে আসে। কারখানা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত