Ajker Patrika

তদন্ত কমিটির উপস্থিতিতে হামলা, শেষ না করেই ফিরলেন উপপরিচালক

শ্রীপুর প্রতিনিধি
তদন্ত কমিটির উপস্থিতিতে হামলা, শেষ না করেই ফিরলেন উপপরিচালক

গাজীপুরের শ্রীপুরে তদন্ত কমিটির উপস্থিতিতে ইউপি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ইউপি চেয়ারম্যানের ভাড়া করা চিহ্নিত সন্ত্রাসীরা এই হামলা করেছে। এ সময় তিনজন সংরক্ষিত নারী সদস্য তাদের হাতে লাঞ্ছিত হয়েছে।

এ সময় তদন্ত কমিটি প্রধান গাজীপুর স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুজ্জামান, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম ও থানা-পুলিশ ও গ্রাম পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। এরপর তদন্ত কমিটি তদন্ত শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় বরমী ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। 

আজ বুধবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে ইউনিয়ন পরিষদের তিন নারী সদস্যসহ ৯ জন আহত হয়েছেন। 

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তিনি  ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। 

বরমী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. হাদিউল ইসলাম বলেন, ‘গত ৬ অক্টোবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দুর্নীতির অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য মিলে গাজীপুর জেলা প্রশাসক বরাবর অনাস্থা প্রস্তাব দিই। এর ধারাবাহিকতায় বুধবার সরেজমিনে তদন্তে আসে গাজীপুর স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুজ্জামান। এরপর তদন্ত কমিটির প্রধান আমাদের মেম্বারদের ফোন করে যেতে বলে। এ সময় আমরা সকল মেম্বাররা ঘটনাস্থলে যাওয়ার পরপরই চেয়ারম্যানের ভাড়া করা চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এতে কমবেশি প্রায় সব সদস্য আহত হয়। এ ঘটনায় আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘বরমী ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য আমার কাছে এসেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।’ 

গাজীপুর স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, বুধবার দুপুরে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দুর্নীতির অভিযোগ তদন্ত পৌঁছানোর পরপরই ঘটনাস্থলে একটু হট্টগোল হয়। এরপর নিরাপত্তার কথা চিন্তা করে তদন্তকাজ শেষ না করেই চলে আসি। এ ঘটনার তদন্ত পরবর্তীতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত