Ajker Patrika

সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন গঠনের দাবি, মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২৫, ১৯: ৩৫
আজ শনিবার বিকেলে ইডেন মহিলা কলেজের গেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। ফাইল ছবি
আজ শনিবার বিকেলে ইডেন মহিলা কলেজের গেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। ফাইল ছবি

রাজধানীর সরকারি সাত কলেজ পরিচালনায় অন্তর্বর্তী প্রশাসন গঠন এবং ১৬ জুনের মধ্যে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এসব দাবি পূরণ করা না হলে শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের মতো সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ শনিবার বিকেলে ইডেন মহিলা কলেজের গেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন এসব দাবি জানান শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য ঢাকা কলেজের শিক্ষা তানজিমুল আবিদ ও বেগম বদরুন্নেছা সরকারি কলেজের জাফরিন আক্তার।

সংবাদ সম্মেলনে তানজিমুল আবিদ বলেন, ‘১৮ মে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে ১৯ মে থেকে আমরা আবারও রাজপথের আন্দোলন শুরু করব। পরবর্তী এক কর্মসূচি কেমন হবে সেটা পরিবার পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে আমরা অন্য দাবিগুলোর বিষয়ে নজর রাখব।’

তিনি আরও বলেন, ‘আমাদের যদি আবার মাঠে নামতে হয়, আমরা জনদুর্ভোগ এড়াতে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব।’

জাফরিন আক্তার বলেন, ‘অন্তর্বর্তী প্রশাসন বিষয়ে ইউজিসির প্রস্তাবনার আড়াই মাস পার হলেও এখনো সেটির চূড়ান্ত অনুমোদন হয়নি। সাত কলেজে বিশ্ববিদ্যালয় রূপান্তরের রূপরেখা প্রণয়নে একটি কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিরও মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি।’

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয়। এতে চলতি শিক্ষাবর্ষে সাত কলেজে নতুন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া আটকে যায়।

শিক্ষার্থীদের দাবি মেনে সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো বা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে এ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি। প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের আগে কলেজগুলোর দায়িত্ব নিতে একটি একজন অধ্যক্ষের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রস্তাব করেছে ইউজিসি।

সরকারি সাত কলেজগুলো হচ্ছে—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত