Ajker Patrika

নানা আয়োজনে গ্রিন ইউনিভার্সিটিতে অমর একুশে পালিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৫৩
নানা আয়োজনে গ্রিন ইউনিভার্সিটিতে অমর একুশে পালিত

কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, ভাষা উৎসব ও দেয়ালিকা প্রদর্শন, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার। 

আজ বুধবার গ্রিন ইউনিভার্সিটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা চেয়ারপারসনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিদর্শন করা হয় বিভিন্ন ক্লাবের তৈরি দেয়ালিকা। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত ভাষা হলো বাংলা। আরবি, ফারসি, চায়নিজ ও জাপানিজসহ এই অঞ্চলের যেকোনো দেশের চেয়ে সমৃদ্ধ আমাদের এই ভাষা।’ 

বিশ্ববিদ্যায়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা চেয়ারপারসনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: সংগৃহীতভারপ্রাপ্ত উপাচার্য ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘ভাষার প্রতি সম্মানের প্রথম ধাপ হলো নিজে কী করতে পারছি, সেটা বিবেচনায় নেওয়া। আমরা প্রায়ই কথা বলার সময় বাংলার সঙ্গে ইংরেজির মিশ্রণ ঘটাই। এটা থেকে বেরিয়ে আসতে হবে।’ 

আলোচনা সভায় বাংলা ভাষার দিক ও ভাষার আন্দোলনের নানা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন ড. মো. গোলাম সামদানী ফকির ও অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ। এ সময় নিজের ভাষার পাশাপাশি সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তাঁরা। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন—বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ক্যাপ্টেন শেখ মোহাম্মদ সালাহউদ্দিনসহ (এলপিআর) আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...