নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, ভাষা উৎসব ও দেয়ালিকা প্রদর্শন, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার।
আজ বুধবার গ্রিন ইউনিভার্সিটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা চেয়ারপারসনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিদর্শন করা হয় বিভিন্ন ক্লাবের তৈরি দেয়ালিকা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত ভাষা হলো বাংলা। আরবি, ফারসি, চায়নিজ ও জাপানিজসহ এই অঞ্চলের যেকোনো দেশের চেয়ে সমৃদ্ধ আমাদের এই ভাষা।’
ভারপ্রাপ্ত উপাচার্য ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘ভাষার প্রতি সম্মানের প্রথম ধাপ হলো নিজে কী করতে পারছি, সেটা বিবেচনায় নেওয়া। আমরা প্রায়ই কথা বলার সময় বাংলার সঙ্গে ইংরেজির মিশ্রণ ঘটাই। এটা থেকে বেরিয়ে আসতে হবে।’
আলোচনা সভায় বাংলা ভাষার দিক ও ভাষার আন্দোলনের নানা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন ড. মো. গোলাম সামদানী ফকির ও অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ। এ সময় নিজের ভাষার পাশাপাশি সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন—বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ক্যাপ্টেন শেখ মোহাম্মদ সালাহউদ্দিনসহ (এলপিআর) আরও অনেকে।
কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, ভাষা উৎসব ও দেয়ালিকা প্রদর্শন, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার।
আজ বুধবার গ্রিন ইউনিভার্সিটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা চেয়ারপারসনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিদর্শন করা হয় বিভিন্ন ক্লাবের তৈরি দেয়ালিকা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত ভাষা হলো বাংলা। আরবি, ফারসি, চায়নিজ ও জাপানিজসহ এই অঞ্চলের যেকোনো দেশের চেয়ে সমৃদ্ধ আমাদের এই ভাষা।’
ভারপ্রাপ্ত উপাচার্য ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘ভাষার প্রতি সম্মানের প্রথম ধাপ হলো নিজে কী করতে পারছি, সেটা বিবেচনায় নেওয়া। আমরা প্রায়ই কথা বলার সময় বাংলার সঙ্গে ইংরেজির মিশ্রণ ঘটাই। এটা থেকে বেরিয়ে আসতে হবে।’
আলোচনা সভায় বাংলা ভাষার দিক ও ভাষার আন্দোলনের নানা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন ড. মো. গোলাম সামদানী ফকির ও অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ। এ সময় নিজের ভাষার পাশাপাশি সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন—বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ক্যাপ্টেন শেখ মোহাম্মদ সালাহউদ্দিনসহ (এলপিআর) আরও অনেকে।
চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক চেকপোস্ট বাসিয়ে ২৩৭টি যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় ১৫ মামলায় যানবাহন চালকদের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় লাইসেন্সবিহীন ১৫টি গাড়ি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল
৩১ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে মারা যান তিনি। এর আগে আজ বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এক বাসে আচার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন তিনি।
৩৫ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জে শাহেদ আহমদ (১৯) নামের এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেট-সংলগ্ন পুলিশের চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্ততপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় সড়কের বেহাল দশাকে দায়ী করছেন স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ।
১ ঘণ্টা আগে