Ajker Patrika

প্রতি শনিবার বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান মেয়র তাপসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৯: ৫২
প্রতি শনিবার বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান মেয়র তাপসের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দাদের প্রতি শনিবার নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ডিএসসিসির কোনো ওয়ার্ডে এক সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেলে, সে ওয়ার্ডকে ‘লাল চিহ্নিত’ এলাকা হিসেবে ঘোষণা করা হবে। চিহ্নিত ওয়ার্ডে চলবে বিশেষ চিরুনি অভিযান।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারসংলগ্ন এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র তাপস। 

তাপস বলেন, এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, মশককর্মীসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনার মাধ্যমে ডেঙ্গু রোগের বিস্তার ঠেকানো হবে। 

তাপস আরও বলেন, ‘আগামী শনিবার আমরা আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করব। যেটা হবে ওয়ার্ডভিত্তিক। যে ওয়ার্ডে এক সপ্তাহে ১০ জনের অধিক রোগী শনাক্ত করা হবে, সে ওয়ার্ডগুলোকে বিশেষ লাল চিহ্নিত এলাকা হিসেবে ঘোষণা করা হবে। সে ওয়ার্ডের এলাকাবাসী, সব হোল্ডিং-স্থাপনার মালিকদের আমরা আহ্বান করছি, তাঁরা যেন নিজ নিজ বাসাবাড়ি, স্থাপনা, আঙিনা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।’

মেয়র আরও বলেন, ‘আমরা এলাকাবাসীর দায়িত্বশীল ভূমিকা প্রার্থনা করছি। সেদিন কেউ কাজে যাবেন না। এটাই সবচেয়ে বড় কাজ হবে। আমরা যদি নিজেদের জীবন সুরক্ষিত রাখতে চাই, তাহলে এটাই হবে আমাদের গুরুদায়িত্ব। আমাদের এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের পরিচ্ছন্নতাকর্মী, মশককর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। আমরা দিনব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করে এডিস মশার উৎসস্থলগুলোকে ধ্বংস করব। যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে পারব।’

দক্ষিণ সিটির ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডে গত এক সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাই আগামী শনিবার এসব ওয়ার্ডে বিশেষ এই অভিযান পরিচালনার ঘোষণা দেন মেয়র। তিনি বলেন, ‘এই চারটি ওয়ার্ডে আগামী শনিবার অভিযান পরিচালনা করব। এরপর যদি দেখি অন্য কোনো ওয়ার্ডে বা একাধিক ওয়ার্ডে এক সপ্তাহে ১০ জনের বেশি রোগী আসছে, তাহলে আমরা সে ওয়ার্ডগুলোতেও পরের শনিবার বিশেষ এই অভিযান পরিচালনা করব।’ 

তাপস বলেন, ‘আমরা মনে করি, এভাবে এডিস মশাকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারব। সে জন্য এলাকাবাসীকে পূর্ণমাত্রায় সম্পৃক্ত হতে হবে। তাহলে আমাদের এই কার্যক্রম আরও ব্যাপক সফলতা লাভ করবে। আমরা এলাকাবাসীকে সম্পৃক্ত করব।’

আজ মশকনিধন এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত