Ajker Patrika

সাটুরিয়ায় ছিনতাই হওয়া হ্যালোবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪ 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৮: ৩৩
সাটুরিয়ায় ছিনতাই হওয়া হ্যালোবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪ 

মানিকগঞ্জের সাটুরিয়ায় ছিনতাই হওয়া হ্যালোবাইক উদ্ধার ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা-পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে সাটুরিয়ার র‍্যাইল্লা থেকে সম্রাট (২১), জান্না বাজার থেকে ফিরুজ কবির (২৩), সাটুরিয়া হাসপাতালের সামনে থেকে সুমন ওরফে আরিফ (২৪) ও ধামরাই বাজার থেকে হৃদয় (২৩) কে গ্রেপ্তার ও হৃদয়ের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া হ্যালো বাইকটি উদ্ধার করা হয়।   

থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে তাহের আলীর অটো হ্যালোবাইকটি মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে সম্রাট, ফিরোজ ও আরিফ সাটুরিয়া হান্দুলিয়া যাওয়ার জন্য ৪০০ টাকায় ভাড়া করেন। পথে সাটুরিয়া ইউনিয়নের রাধানগর স্থানে এলে রাত ১১টার দিকে তাঁকে জিম্মি করে অটো হ্যালোবাইকটি লুট করে নিয়ে যায়। পরে তাহের আলী বুধবার রাতেই থানায় একটি অভিযোগ করেন। 

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, হৃদয় দীর্ঘ দিন যাবৎ চোরাই অটো হ্যালোবাইক বিক্রি করে আসছে। অভিযোগ পেয়ে সাটুরিয়া থানার একটি টিম ধামরাই ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই হ্যালোবাইক উদ্ধার ও ছিনতাইকারী চক্রের ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছিনতাই কাজে ব্যবহার করা ১টি ছুরি ও গামছা উদ্ধার করা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত