নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউ মার্কেটের সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের অজ্ঞাত ৬০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ মার্চ) নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাত বাদী হয়ে মামলাটি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজাহার গ্রহণ করে আগামী ১২ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী (এসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান।
ফারুকুজ্জামান বলেন, ‘নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে গত ৫ মার্চ দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের শক্তি প্রয়োগ করতে হয়েছে। টিয়ারগ্যাস মারতে হয়েছে। তারা পুলিশ বক্স, গাড়ি ভাঙচুর করা হয়। সরকারি সম্পদ ও জানমালে ক্ষতি করায় মামলা করা হয়েছ।’
মামলায় কেউ গ্রেপ্তার আছে কি না জানতে চাইলে এসি শরিফ বলেন, ‘এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। তবে আমাদের হাতে আসা সিসিটিভি ফুটেজ ও ভিডিও ছবি দেখে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কয়েক দিন পরপর কলেজের শিক্ষার্থীদের এমন সংঘর্ষ বন্ধে পুলিশ কী ধরনের ব্যবস্থা নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দ্বন্দ্বের স্থায়ী সমাধান করতে আমরা কাজ করছিলাম। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সঙ্গে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা কলেজর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসব। এরপর ধারাবাহিকভাবে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সভা করব।’
রাজধানীর নিউ মার্কেটের সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের অজ্ঞাত ৬০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ মার্চ) নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাত বাদী হয়ে মামলাটি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজাহার গ্রহণ করে আগামী ১২ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী (এসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান।
ফারুকুজ্জামান বলেন, ‘নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে গত ৫ মার্চ দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের শক্তি প্রয়োগ করতে হয়েছে। টিয়ারগ্যাস মারতে হয়েছে। তারা পুলিশ বক্স, গাড়ি ভাঙচুর করা হয়। সরকারি সম্পদ ও জানমালে ক্ষতি করায় মামলা করা হয়েছ।’
মামলায় কেউ গ্রেপ্তার আছে কি না জানতে চাইলে এসি শরিফ বলেন, ‘এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। তবে আমাদের হাতে আসা সিসিটিভি ফুটেজ ও ভিডিও ছবি দেখে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কয়েক দিন পরপর কলেজের শিক্ষার্থীদের এমন সংঘর্ষ বন্ধে পুলিশ কী ধরনের ব্যবস্থা নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দ্বন্দ্বের স্থায়ী সমাধান করতে আমরা কাজ করছিলাম। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সঙ্গে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা কলেজর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসব। এরপর ধারাবাহিকভাবে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সভা করব।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
২ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে