নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তা সত্ত্বেও আমরা অনেকের চেয়ে ভালো আছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। আস্তে আস্তে নিত্যপণ্যের দাম কমছে। দাম আরও কমবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বুধবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে। আস্তে আস্তে আরও কমবে। এই ঊর্ধ্বগতি সারা দুনিয়ায়। এটা শুধু বাংলাদেশে নয়। ফ্রান্স, জার্মানির কী অবস্থা! রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও পণ্যের মূল্য বেড়েছে। তা সত্ত্বেও আমরা অনেকের চেয়ে ভালো আছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।’
সড়কে শৃঙ্খলা আনতে পেরেছেন কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতে প্রতি মিনিটে কতগুলো অ্যাকসিডেন্ট হয়, কত লোক মারা যায় তা একটু খবর নিন। মঙ্গলবার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২০ জন মারা গেল। এটা নিয়ে কী বলবেন? অ্যাকসিডেন্ট নিয়ে আপনি কথা বলবেন, চাকা ফেটে হয়েছে, এটা হতেই পারে। এ রকম অ্যাকসিডেন্ট হতেই পারে।’
এই সরকারের আমলে সেতু মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো মেগা প্রজেক্ট উদ্বোধন হয়েছে, অনেকগুলোর কাজ প্রায় শেষ। এত সাফল্য, সেটাকে ম্লান করে শুধু অ্যাকসিডেন্ট। পৃথিবীর সব দেশে অ্যাকসিডেন্ট হচ্ছে। অ্যাকসিডেন্ট দিয়ে সফলতা ঢেকে দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন কাদের।
সাফল্য বেশি এ কারণে অ্যাটাক করার মোটিভও থাকতে পারে উল্লেখ করে কাদের বলেন, ‘যেখানে সাফল্য বেশি, সেটাকে অ্যাটাক করার মোটিভও থাকতে পারে। সৌদিতে দুর্ঘটনায় ২০ জন মারা যাওয়ায় সেখানে কেউ কিছু বলেছে বলে শুনিনি। ভারতে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে। অ্যাকসিডেন্ট নিয়ে একটা মন্ত্রণালয়ের সাফল্য-ব্যর্থতার বিচার করা সঠিক নয়।’
আরপিও সংশোধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভায় কোনো প্রস্তাব এলে সেটা আগে নীতিগত অনুমোদন হয়, এরপর চূড়ান্ত অনুমোদন।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তা সত্ত্বেও আমরা অনেকের চেয়ে ভালো আছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। আস্তে আস্তে নিত্যপণ্যের দাম কমছে। দাম আরও কমবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বুধবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে। আস্তে আস্তে আরও কমবে। এই ঊর্ধ্বগতি সারা দুনিয়ায়। এটা শুধু বাংলাদেশে নয়। ফ্রান্স, জার্মানির কী অবস্থা! রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও পণ্যের মূল্য বেড়েছে। তা সত্ত্বেও আমরা অনেকের চেয়ে ভালো আছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।’
সড়কে শৃঙ্খলা আনতে পেরেছেন কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতে প্রতি মিনিটে কতগুলো অ্যাকসিডেন্ট হয়, কত লোক মারা যায় তা একটু খবর নিন। মঙ্গলবার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২০ জন মারা গেল। এটা নিয়ে কী বলবেন? অ্যাকসিডেন্ট নিয়ে আপনি কথা বলবেন, চাকা ফেটে হয়েছে, এটা হতেই পারে। এ রকম অ্যাকসিডেন্ট হতেই পারে।’
এই সরকারের আমলে সেতু মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো মেগা প্রজেক্ট উদ্বোধন হয়েছে, অনেকগুলোর কাজ প্রায় শেষ। এত সাফল্য, সেটাকে ম্লান করে শুধু অ্যাকসিডেন্ট। পৃথিবীর সব দেশে অ্যাকসিডেন্ট হচ্ছে। অ্যাকসিডেন্ট দিয়ে সফলতা ঢেকে দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন কাদের।
সাফল্য বেশি এ কারণে অ্যাটাক করার মোটিভও থাকতে পারে উল্লেখ করে কাদের বলেন, ‘যেখানে সাফল্য বেশি, সেটাকে অ্যাটাক করার মোটিভও থাকতে পারে। সৌদিতে দুর্ঘটনায় ২০ জন মারা যাওয়ায় সেখানে কেউ কিছু বলেছে বলে শুনিনি। ভারতে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে। অ্যাকসিডেন্ট নিয়ে একটা মন্ত্রণালয়ের সাফল্য-ব্যর্থতার বিচার করা সঠিক নয়।’
আরপিও সংশোধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভায় কোনো প্রস্তাব এলে সেটা আগে নীতিগত অনুমোদন হয়, এরপর চূড়ান্ত অনুমোদন।’
বরিশালের মুলাদী-রহমতপুর মহাসড়কের মীরগঞ্জ ফেরিঘাটে সরকারি নতুন বইসহ একজনকে আটক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। শুক্রবার (২ মে) বেলা ৩টার দিকে গোয়েন্দাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ বইসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
১ ঘণ্টা আগেকক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় অপহৃত চার রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তাঁরা ছাড়া পেয়ে টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে একটি বাড়ির ভেতরে গড়ে তোলা হয়েছিল মিনি ‘আয়নাঘর’। সেখানে মানুষকে আটকে রেখে নির্যাতন, চাঁদাবাজি, জমি লিখে নেওয়া ও কিডনি বিক্রির মতো অভিযোগে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। শুক্রবার (২ মে) ভোরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে ঘরটির সন্ধান মেলে।
২ ঘণ্টা আগেস্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রোধের জন্য করা সব ‘কালো আইন’ বাতিলের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রতিবছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্য থেকে বিশ্ব মুক্ত
২ ঘণ্টা আগে