Ajker Patrika

চিকিৎসা ব্যয় মেটাতে বছরে দরিদ্র হচ্ছে ৫০ লাখ মানুষ: বিএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানে অতিথি ও বক্তারা। ছবি: সংগৃহীত
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানে অতিথি ও বক্তারা। ছবি: সংগৃহীত

চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে প্রতিবছর বাংলাদেশের প্রায় ৫০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের (বিএসএনএস) চার দিনব্যাপী চতুর্থ অন্তর্বর্তীকালীন সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

উপাচার্য বলেন, ‘আমাদের দেশে বেশির ভাগ মানুষ ঋণের ওপর নির্ভরশীল হয়ে চিকিৎসা করে। অনেকেই পরে সেই ঋণ শোধ করার জন্য জমিজমা বিক্রি করতে বাধ্য হন। এই পরিস্থিতি আমাদের দেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা ও সাধারণ মানুষের প্রতি অবহেলা স্পষ্ট করে। স্বাস্থ্য খাতে আর্থিক চাপের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। তারা ঋণ ও সুদের বোঝা মাথায় নিয়ে চিকিৎসা করলেও কখনো কখনো প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া যায় না। দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ বহন করতে গিয়ে জীবনের অন্যান্য মৌলিক প্রয়োজন থেকেও বঞ্চিত হয়।’

অধ্যাপক শাহিনুল আলম বলেন, ‘বিশ্বের বেশির ভাগ উন্নত দেশে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি থাকলেও রোগীর সংখ্যা কম। বাংলাদেশের ক্ষেত্রে রোগীর অভাব নেই। তবে সঠিক ব্যবস্থাপনা ও দক্ষতার অভাব সমস্যা জটিল করে তুলছে।’

অনুষ্ঠানে বক্তারা জানান, দেশে স্বাস্থ্যসেবা বৃহৎ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েক বছরে দেশে চিকিৎসাসেবা গ্রহণকারী মানুষের সংখ্যা বাড়লেও সরকারি ও বেসরকারি খাতে চিকিৎসা খরচ মানুষের অভিযোগ রয়েছে। স্বাস্থ্য খাতে অর্থনৈতিক চাপ মোকাবিলার জন্য প্রতিনিয়ত নতুন পরিকল্পনা প্রয়োজন। সঠিক স্বাস্থ্যবিমা ব্যবস্থা, রাষ্ট্রীয় সহায়তা এবং স্বাস্থ্যসেবায় সংস্কারই হতে পারে সমস্যার মূল সমাধান।

আয়োজকেরা জানান, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের (বিএসএনএস) তিন দিনব্যাপী চতুর্থ অন্তর্বর্তীকালীন সভায় বৈজ্ঞানিক সম্মেলন, লাইভ সার্জারি, থ্রিডি অ্যানাটমি সেশন ও অ্যান্ডো ভাসকুলার সিমুলেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএসএনএসের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদুল হক এবং সদস্যসচিব ডা. মো. নুরুজ্জামান খান প্রমুখ। এতে দেশের ও বিদেশের তিন শতাধিক নিউরোসার্জন অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত