ঢামেক প্রতিবেদক
রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুর পরিচয় ২৮ ঘণ্টা পরও মেলেনি। লাশ তিনটি অজ্ঞাত হিসেবে পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশুদের কোনো স্বজন মর্গে আসেনি। মৃতদেহ তিনটি মর্চুয়ারিতে রাখা আছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে থানা-পুলিশ তিনটি মৃতদেহ মর্গে নিয়ে আসে।
এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে কোনো একসময় মহাখালী আমতলা সড়ক ভবনের পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই তিন শিশু। তাদের আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, গতকাল সকালে মহাখালী আমতলা সড়ক ভবনের কাছে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিল ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা।
এসআই আরও বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত তিন শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি। মৃতদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, যখন তিন শিশু রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল তখন অনেকেই তাদের ডাকাডাকি করে। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি।
এসআই বলেন, ‘তাদের তো জাতীয় পরিচয়পত্র হয়নি। পরিচয় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। তাই সকাল থেকে আমাদের রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্য এলাকার কিছু লোক নিয়ে শিশুদের ছবি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছে। এতে যদি এলাকার কেউ চিনতে পারে।’
রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুর পরিচয় ২৮ ঘণ্টা পরও মেলেনি। লাশ তিনটি অজ্ঞাত হিসেবে পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশুদের কোনো স্বজন মর্গে আসেনি। মৃতদেহ তিনটি মর্চুয়ারিতে রাখা আছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে থানা-পুলিশ তিনটি মৃতদেহ মর্গে নিয়ে আসে।
এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে কোনো একসময় মহাখালী আমতলা সড়ক ভবনের পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই তিন শিশু। তাদের আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, গতকাল সকালে মহাখালী আমতলা সড়ক ভবনের কাছে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিল ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা।
এসআই আরও বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত তিন শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি। মৃতদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, যখন তিন শিশু রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল তখন অনেকেই তাদের ডাকাডাকি করে। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি।
এসআই বলেন, ‘তাদের তো জাতীয় পরিচয়পত্র হয়নি। পরিচয় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। তাই সকাল থেকে আমাদের রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্য এলাকার কিছু লোক নিয়ে শিশুদের ছবি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছে। এতে যদি এলাকার কেউ চিনতে পারে।’
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৫ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে