Ajker Patrika

২৮ ঘণ্টা পরেও পরিচয় মেলেনি মহাখালীতে কাটা পড়া ৩ শিশুর 

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৩৯
২৮ ঘণ্টা পরেও পরিচয় মেলেনি মহাখালীতে কাটা পড়া ৩ শিশুর 

রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুর পরিচয় ২৮ ঘণ্টা পরও মেলেনি। লাশ তিনটি অজ্ঞাত হিসেবে পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে। 

ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশুদের কোনো স্বজন মর্গে আসেনি। মৃতদেহ তিনটি মর্চুয়ারিতে রাখা আছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে থানা-পুলিশ তিনটি মৃতদেহ মর্গে নিয়ে আসে। 

এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে কোনো একসময় মহাখালী আমতলা সড়ক ভবনের পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই তিন শিশু। তাদের আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর। 

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, গতকাল সকালে মহাখালী আমতলা সড়ক ভবনের কাছে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিল ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা। 

এসআই আরও বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত তিন শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি। মৃতদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

এসআই আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, যখন তিন শিশু রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল তখন অনেকেই তাদের ডাকাডাকি করে। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। 

এসআই বলেন, ‘তাদের তো জাতীয় পরিচয়পত্র হয়নি। পরিচয় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। তাই সকাল থেকে আমাদের রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্য এলাকার কিছু লোক নিয়ে শিশুদের ছবি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছে। এতে যদি এলাকার কেউ চিনতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত