Ajker Patrika

হজ প্যাকেজের মূল্য এ বছরই কমানো সম্ভব: হাব সভাপতি

হজ প্যাকেজের মূল্য এ বছরই কমানো সম্ভব: হাব সভাপতি

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেছেন, বিমান ভাড়া কমানোর মাধ্যমে হজ প্যাকেজের মূল্য এ বছরই কমানো সম্ভব। আজ বুধবার হাব আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। 

রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে হাব সভাপতি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে বিমান ভাড়া কমানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ও এ বিষয়ে আন্তরিক রয়েছে। 

হাব সভাপতি বলেন, ‘বিমান ভাড়া নিয়ে আমাদের সঙ্গে বসলে, অবশ্যই কমানোর দিকগুলো তুলে ধরতে পারব। অবশ্যই বিমান ভাড়া কমানো সম্ভব। আর এভাবে হজ প্যাকেজের মূল্যও কমানো যাবে।’ 

হাবের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, হজ যাত্রীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে তাঁর মন্ত্রণালয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

ইফতার মাহফিলে অংশ দেন ধর্ম সচিব কাজী এনামুল হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, হাব মহাসচিব ফারুক আহমদ সরদার ও হজ পরিচালনায় নিযুক্ত বিভিন্ন এজেন্সির কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত