ঢাবি সংবাদদাতা
গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পুনর্বাসন, ক্ষতিপূরণসহ বেশ কিছু দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টার পর শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী সড়ক অবরোধ করে তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর বলেন, বেলা ২টার পর থেকে আহত ব্যক্তিরা এবং তাদের পরিবারের সদস্যরা বেশ কিছু দাবি নিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে সড়কে অবস্থান করছে। মোড়ের অন্য লেনগুলো দিয়ে যান চলাচল করছে।
ওসি খালেদ মনসুর বলেন, ‘আমরা তাদের সড়ক ছাড়ার অনুরোধ করছি এবং বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তারা এখন পর্যন্ত সড়ক ছাড়েনি।’
আন্দোলনকারীরা আহতদের চিকিৎসার চিকিৎসাব্যবস্থা নিয়ে বলছেন, সরকার এ, বি এবং সি—এই তিনটি ক্যাটাগরি করে আহতদের চিকিৎসা দিচ্ছে। সি ক্যাটাগরিতে ‘এ’ এবং ‘বি’ এর মতো সুবিধা রাখা হয়নি।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—আহতদের দুইটি ক্যাটাগরিতে বিবেচনা করতে হবে। ছাত্র আন্দোলনে যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে, তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আহতদের মধ্যে যারা কিছুটা সুস্থ হয়ে গেছে এবং কর্মক্ষম আছে, তাদের মাসিক ১৫ হাজার টাকা এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে, গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা। যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে।
এ ছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল ফ্রি হটলাইন চালুর দাবিও জানায় আন্দোলনকারীরা।
গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পুনর্বাসন, ক্ষতিপূরণসহ বেশ কিছু দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টার পর শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী সড়ক অবরোধ করে তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর বলেন, বেলা ২টার পর থেকে আহত ব্যক্তিরা এবং তাদের পরিবারের সদস্যরা বেশ কিছু দাবি নিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে সড়কে অবস্থান করছে। মোড়ের অন্য লেনগুলো দিয়ে যান চলাচল করছে।
ওসি খালেদ মনসুর বলেন, ‘আমরা তাদের সড়ক ছাড়ার অনুরোধ করছি এবং বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তারা এখন পর্যন্ত সড়ক ছাড়েনি।’
আন্দোলনকারীরা আহতদের চিকিৎসার চিকিৎসাব্যবস্থা নিয়ে বলছেন, সরকার এ, বি এবং সি—এই তিনটি ক্যাটাগরি করে আহতদের চিকিৎসা দিচ্ছে। সি ক্যাটাগরিতে ‘এ’ এবং ‘বি’ এর মতো সুবিধা রাখা হয়নি।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—আহতদের দুইটি ক্যাটাগরিতে বিবেচনা করতে হবে। ছাত্র আন্দোলনে যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে, তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আহতদের মধ্যে যারা কিছুটা সুস্থ হয়ে গেছে এবং কর্মক্ষম আছে, তাদের মাসিক ১৫ হাজার টাকা এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে, গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা। যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে।
এ ছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল ফ্রি হটলাইন চালুর দাবিও জানায় আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
৬ মিনিট আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১০ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১০ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১১ ঘণ্টা আগে