উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) খালি জমিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কের গোলচত্বরে আজ শনিবার বেলা ১১টায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনটির আয়োজন করে উত্তরা ওয়েলফেয়ার সোসাইটি। এতে উত্তরার সর্বস্তরের কয়েক শ সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আবাসিক ভবন থেকে থানা সরিয়ে নিয়ে অ্যাভিনিউ রোডে উত্তরা পশ্চিম থানার জন্য স্থায়ী জায়গা বরাদ্দ দিতে হবে। উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কের রাজউকের ৩১,৩৩ ও ৩৫ নম্বর খালি প্লট বরাদ্দ চাই, দিতে হবে।’
এ সময় উত্তরার সোসাইটির কর্মকর্তা কর্মচারীরা বলেন, ‘দীর্ঘ সময় ধরে সোনারগাঁ জনপথে কমার্শিয়াল প্লটগুলো দখল করে নামে বেনামে দলের প্রভাব খাটিয়ে দোকানপাট গড়ে তুলে চাঁদাবাদের নৈরাজ্য গড়ে উঠেছে। এসব প্লটে উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন তৈরি করার জন্য বরাদ্দ দিলে সাধারণ জনগণ উপকৃত হবে।’
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘রাজধানীর জন্য উত্তরা একটি রোল মডেল। বসবাসরতদের মধ্যে অধিকাংশই এলিট শ্রেণির লোকজন, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, ভিআইপি, সিআইপি। এ ছাড়াও বড়বড় রাজনৈতিক নেতাদের বসবাস এখানে। তাই আমরা উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবনের জন্য রাজউকের খালি প্লটটি বরাদ্দের দাবি জানাই।’
এ সময় তাঁরা দাবি পূরণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উত্তরা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য ও উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি সভাপতি আলতাবুর রহমান বলেন, ‘কলাবাগান তেঁতুলতলা মাঠের জায়গার কথা মনে আছে? সম্প্রতি জায়গাটিতে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ প্রশাসন। থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না কলাবাগান এলাকার অধিকাংশ বাসিন্দা। তাই থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে ফিরে আসে পুলিশ প্রশাসন। কিন্তু আমাদের এখানে তা উল্টো চিত্র। আমরা উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দের দাবি জানাই। এই দাবি উত্তরার লাখো মানুষের। সাধারণ মানুষের চিন্তা করেই সরকারের উচিত প্লটগুলো থানার নিজস্ব ভবন তৈরি করার জন্য বরাদ্দ দেওয়া।’
মানববন্ধনে অংশ নেওয়া উত্তরা ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহসভাপতি শেখ মামুনুল হক বলেন, ‘রাজউক তিনটি প্লট বিক্রির জন্য টেন্ডার হয়েছে। আমরা চাই টেন্ডার বাতিল করে প্লটগুলোকে থানা ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হোক। এ জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়েছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীও আমাদের দাবিকে নীতিগতভাবে সমর্থন করেছেন।’
দেড় ঘণ্টা ব্যাপী চলা মানববন্ধনটিতে বক্তারা আরও বলেন, উত্তরাকে ঘিরে সরকারের নানারকম মেগা প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্টগুলোর নিরাপত্তার জন্যও পুলিশের সুষ্ঠু কার্যক্রম পরিচালনা হওয়া জরুরি। আর তাই উত্তরা পশ্চিম থানার স্থায়ী ভবনের জন্য জায়গা বরাদ্দ এখন সময়ের দাবি।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ‘উত্তরা পশ্চিম থানার নিজস্ব জমি না থাকার কারণে একটি পুরো বিল্ডিং ভাড়া নিয়ে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে। ভবনটি ছোট ছোট কক্ষ ও পর্যাপ্ত জায়গা না থাকায় এখানকার পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে খুব কষ্ট হচ্ছে। একদিকে পর্যাপ্ত জায়গার অভাব, অন্যদিকে গার্ড রুম ও অস্ত্র গোলাবারুদ রাখার স্থায়ী কোনো ব্যবস্থা নেই। গুরুত্বপূর্ণ মামলার ডকেট, আলামত জব্দ করা গাড়িসমূহ থানার আশপাশে রাস্তায় রাখায় তীব্র যানজট লেগেই থাকে।’
থানা ভবনে অফিসারদের অফিস কক্ষ না থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তাদের মামলার তদন্তসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান বলেন, ‘গত ১৯ অক্টোবর রাজউক চেয়ারম্যান বরাবর আমার স্বাক্ষরিত ডিও লেটার দেওয়া হয়েছে। সেখানে উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য ৩১,৩৩ ও ৩৫ এর মোট ৩০ কাঠা জমি বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এ ছাড়াও রাজউকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। থানাটি যাতে নিজস্ব ভবনের যেতে পারে, সে জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে।’
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ‘থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা, নাগরিক সেবা ও ফোর্সের রোল কলসহ অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কৌশল নির্ধারণের লক্ষ্যে প্রায় সময় অফিসারদের নিয়ে সভা করতে হয়। এ বিষয় মাথায় রেখে উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আমি আশা করি রাজউক জনগণের কথা বিবেচনা করে থানার জন্য প্লট বরাদ্দ দেবে।’
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) খালি জমিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কের গোলচত্বরে আজ শনিবার বেলা ১১টায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনটির আয়োজন করে উত্তরা ওয়েলফেয়ার সোসাইটি। এতে উত্তরার সর্বস্তরের কয়েক শ সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আবাসিক ভবন থেকে থানা সরিয়ে নিয়ে অ্যাভিনিউ রোডে উত্তরা পশ্চিম থানার জন্য স্থায়ী জায়গা বরাদ্দ দিতে হবে। উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কের রাজউকের ৩১,৩৩ ও ৩৫ নম্বর খালি প্লট বরাদ্দ চাই, দিতে হবে।’
এ সময় উত্তরার সোসাইটির কর্মকর্তা কর্মচারীরা বলেন, ‘দীর্ঘ সময় ধরে সোনারগাঁ জনপথে কমার্শিয়াল প্লটগুলো দখল করে নামে বেনামে দলের প্রভাব খাটিয়ে দোকানপাট গড়ে তুলে চাঁদাবাদের নৈরাজ্য গড়ে উঠেছে। এসব প্লটে উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন তৈরি করার জন্য বরাদ্দ দিলে সাধারণ জনগণ উপকৃত হবে।’
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘রাজধানীর জন্য উত্তরা একটি রোল মডেল। বসবাসরতদের মধ্যে অধিকাংশই এলিট শ্রেণির লোকজন, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, ভিআইপি, সিআইপি। এ ছাড়াও বড়বড় রাজনৈতিক নেতাদের বসবাস এখানে। তাই আমরা উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবনের জন্য রাজউকের খালি প্লটটি বরাদ্দের দাবি জানাই।’
এ সময় তাঁরা দাবি পূরণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উত্তরা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য ও উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি সভাপতি আলতাবুর রহমান বলেন, ‘কলাবাগান তেঁতুলতলা মাঠের জায়গার কথা মনে আছে? সম্প্রতি জায়গাটিতে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ প্রশাসন। থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না কলাবাগান এলাকার অধিকাংশ বাসিন্দা। তাই থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে ফিরে আসে পুলিশ প্রশাসন। কিন্তু আমাদের এখানে তা উল্টো চিত্র। আমরা উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দের দাবি জানাই। এই দাবি উত্তরার লাখো মানুষের। সাধারণ মানুষের চিন্তা করেই সরকারের উচিত প্লটগুলো থানার নিজস্ব ভবন তৈরি করার জন্য বরাদ্দ দেওয়া।’
মানববন্ধনে অংশ নেওয়া উত্তরা ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহসভাপতি শেখ মামুনুল হক বলেন, ‘রাজউক তিনটি প্লট বিক্রির জন্য টেন্ডার হয়েছে। আমরা চাই টেন্ডার বাতিল করে প্লটগুলোকে থানা ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হোক। এ জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়েছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীও আমাদের দাবিকে নীতিগতভাবে সমর্থন করেছেন।’
দেড় ঘণ্টা ব্যাপী চলা মানববন্ধনটিতে বক্তারা আরও বলেন, উত্তরাকে ঘিরে সরকারের নানারকম মেগা প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্টগুলোর নিরাপত্তার জন্যও পুলিশের সুষ্ঠু কার্যক্রম পরিচালনা হওয়া জরুরি। আর তাই উত্তরা পশ্চিম থানার স্থায়ী ভবনের জন্য জায়গা বরাদ্দ এখন সময়ের দাবি।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ‘উত্তরা পশ্চিম থানার নিজস্ব জমি না থাকার কারণে একটি পুরো বিল্ডিং ভাড়া নিয়ে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে। ভবনটি ছোট ছোট কক্ষ ও পর্যাপ্ত জায়গা না থাকায় এখানকার পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে খুব কষ্ট হচ্ছে। একদিকে পর্যাপ্ত জায়গার অভাব, অন্যদিকে গার্ড রুম ও অস্ত্র গোলাবারুদ রাখার স্থায়ী কোনো ব্যবস্থা নেই। গুরুত্বপূর্ণ মামলার ডকেট, আলামত জব্দ করা গাড়িসমূহ থানার আশপাশে রাস্তায় রাখায় তীব্র যানজট লেগেই থাকে।’
থানা ভবনে অফিসারদের অফিস কক্ষ না থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তাদের মামলার তদন্তসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান বলেন, ‘গত ১৯ অক্টোবর রাজউক চেয়ারম্যান বরাবর আমার স্বাক্ষরিত ডিও লেটার দেওয়া হয়েছে। সেখানে উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য ৩১,৩৩ ও ৩৫ এর মোট ৩০ কাঠা জমি বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এ ছাড়াও রাজউকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। থানাটি যাতে নিজস্ব ভবনের যেতে পারে, সে জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে।’
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ‘থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা, নাগরিক সেবা ও ফোর্সের রোল কলসহ অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কৌশল নির্ধারণের লক্ষ্যে প্রায় সময় অফিসারদের নিয়ে সভা করতে হয়। এ বিষয় মাথায় রেখে উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আমি আশা করি রাজউক জনগণের কথা বিবেচনা করে থানার জন্য প্লট বরাদ্দ দেবে।’
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২৪ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে