Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর সার্জেন্টের মৃত্যু 

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১৯: ৪০
সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর সার্জেন্টের মৃত্যু 

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে কাভার্ড ভ্যান থেকে মৃত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার হলেও কিসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে, তা জানা যায়নি। 

পরে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। 

নিহত ব্যক্তির নাম মো. আবুল বাশার (৩৬)। তিনি বিমানবাহিনীর (বিডি ৪৬৬৯৩৬) সার্জেন্ট হিসেবে বিমানবন্দরে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার ঢাকা থেকে কাভার্ড ভ্যানে বাসাবাড়ির মালামাল নিয়ে আসছিলেন। কাভার্ড ভ্যানের সামনে বসা ছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সার্জেন্ট আবুল বাশারের। 

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাভার্ড ভ্যানটি হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। যার ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আবার সামনাসামনিও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি মূলত কীভাবে দুর্ঘটনা ঘটেছে।’ 

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের সামনে বসে থাকা বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার মারা যান। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালকও পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটিকেও জব্দ করা হয়েছে। এই দুর্ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত